ওয়াশিংটন, 16 এপ্রিল: অ্যামেরিকায় গত 24 ঘণ্টায় 2,569 জন কোরোনা আক্রান্তের মৃত্যু। যা একদিনে কোরোনায় সর্বাধিক মৃত্যুর রেকর্ড । জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত একদিনে এই মৃত্যুর হার সবচেয়ে বেশি । এনিয়ে অ্যামেরিকায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 28,326 । যা এখনও পর্যন্ত বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ।
একদিনে রেকর্ড মৃত্যু অ্যামেরিকায়
অ্যামেরিকায় একদিনে সবচেয়ে বেশি সংখ্যক কোরোনা আক্রান্তের মৃত্যু হয়েছে গতকাল । জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তরফে সামনে আনা হয়েছে এই রিপোর্ট ।
মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, "কোরোনায় মৃত্যুর হারে অন্যান্য সব দেশকে ছাপিয়েছে অ্যামেরিকা ।" এরপরেই গতকাল সামনে আসে নতুন পরিসংখ্যান রিপোর্ট । জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত অ্যামেরিকায় কোরোনা আক্রান্তের সংখ্যা 6,36,350 জন । এদিকে সেদেশে লকডাউন তোলা হবে কি না তা নিয়ে আজই ঘোষণা হতে পারে।
বিশ্বে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । কোরোনা সংক্রমণ রোধে লকডাউন জারি রয়েছে ভারতে । ঘরে থাকাই কোরোনা সংক্রমণ রোধের প্রাথমিক দাওয়াই । তাছাড়া মানুষকে সচেতন থাকতেও বলা হয়েছে । সচেতনার জন্য কিছু নির্দেশিকা জারি হয়েছে । যেমন মাস্ক পরে থাকা, বারবার সাবান দিয়ে হাত পরিষ্কার করা, সামাজিক দূরত্ব বজায় রাখা, জমায়েত না করা ইত্যাদি । কিন্তু এতকিছুর পরও কোরোনা সংক্রমণ রোখা যাচ্ছে না । কোনও না কোনওভাবে ছড়িয়ে পড়ছে সংক্রমণ । কোরোনা প্রতিরোধের উপায় বের করতে পরীক্ষা-নিরীক্ষা চলছে বিভিন্ন জায়গায় । কোরোনা সংক্রমণের পর কিছু নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতিতে সুস্থও হয়ে উঠছেন অনেকে । কিন্তু বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যাটাও কম নয় । এর মধ্যে আবার একদিনে অ্যামেরিকায় এতজন কোরোনা আক্রান্তের মৃত্যু ঘটায় আতঙ্ক অনেক গুণ বাড়িয়ে দিল ।