পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

নোবেল শান্তি পুরস্কারে মনোনীত থুনবার্গ - ডোনাল্ড ট্রাম্প

পরিবেশ আন্দোলনের পরিচিত মুখ বছর আঠারোর থুনবার্গ এবার মনোনীত হলেন নোবল পুরস্কারে ৷

navalny-greta-thunberg-and-trump-among-nominees-for-nobel-peace-prize
navalny-greta-thunberg-and-trump-among-nominees-for-nobel-peace-prize

By

Published : Feb 1, 2021, 2:44 PM IST

ওয়াশিংটন, 1 ফেব্রুয়ারি : চলতি বছরের নোবেল শান্তি পুরস্কারে নোবেল কমিটির কাছে মনোনীতদের তালিকায় রয়েছেন পরিবেশ আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ । জলবায়ু পরিবর্তন আটকানোর আন্দোলনের পরিচিত নাম থুনবার্গের । এছাড়াও এই তালিকায় রয়েছেন, রাশিয়ার বিক্ষুব্ধ নেতা অ্যালেক্সেই ন্যাভলনিও ও আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । রয়টার্সের একটি সমীক্ষায় এই তালিকা প্রকাশ করা হয়েছে । নরওয়ে নোবেল কমিটির তরফে এই বিষয়ে কিছু বলা হয়নি ।

বিশ্বের সব দেশের সংসদ ও পার্লামেন্টের সদস্য থেকে শুরু করে নোবেলজয়ী, সকলেই নোবেল পুরস্কারের জন্য নিজের পছন্দের ব্যক্তিদের নাম নোবেল কমিটির কাছে মনোনীত করতে পারেন । 2014 সাল থেকে এই প্রথা চলে আসছে । এই বছরও মনোনয়ন জমা পড়েছে । রবিবারই মনোনয়ন জমা পড়ার শেষ দিন ছিল । অক্টোবরের প্রথম সপ্তাহে নোবেল পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হবে ।

আরও পড়ুন, রাজ্য পেল নতুন দুটি ফ্রেট করিডর

থুনবার্গ , ডোনাল্ড ট্রাম্প ছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও তার কোভ্যাক্স কর্মসূচি ও ন্যাটো জেটের নাম রয়েছে মনোনয়নের তালিকায় । মনোনয়ন পেয়েছে ‘ইউএনএইচসিআর’-এরও।

ABOUT THE AUTHOR

...view details