দিল্লি, 12 সেপ্টেম্বর : এখনও যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি চন্দ্রযান 2-এর ল্যান্ডার বিক্রমের সঙ্গে । ISRO-র তরফে জানানো হয়েছে, বিক্রমের সঙ্গে তারা সংযোগ স্থাপনের সমস্তরকম চেষ্টা চালাচ্ছে৷ কিন্তু এখনও যোগাযোগ করা যায়নি ৷ এ বার বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য ময়দানে নামল অ্যামেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA৷
"হ্যালো বিক্রম": চেষ্টা চালাচ্ছে NASA - bengaluru
বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য ময়দানে নামল অ্যামেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA৷ ল্যান্ডার বিক্রমকে হ্যালো মেসেজ পাঠিয়েছে NASA ৷
ল্যান্ডার বিক্রমকে হ্যালো মেসেজ পাঠিয়েছে NASA ৷ অস্ট্রেলিয়ার ক্যানবেরা, স্পেনের মাদ্রিদ ও অ্যামেরিকার ক্যালিফোর্নিয়ায় অবস্থিত অ্যান্টেনার সাহায্যে এই সিগনাল পাঠানো হচ্ছে । NASA-র জেট প্রপালসন ল্যাবরেটরি রেডিয়ো ফ্রিকোয়েন্সির মাধ্যমে বিক্রমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে । NASA জানিয়েছে, ডিপ স্পেস নেটওয়ার্কের মাধ্যমে ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে ৷ ISRO-র সঙ্গে চুক্তির ভিত্তিতে এই চেষ্টা করছে NASA ৷
ভারতের চন্দ্রাভিযান নিয়ে NASA প্রথম থেকেই উৎসাহী ৷ NASA-র আশা, চন্দ্রযান-2 এর অরবিটার চাঁদ সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ ও অজানা তথ্য পাঠাবে ৷ যেহেতু অরবিটারটিতে অত্যাধুনিক যন্ত্রাংশ রয়েছে, তাই তার পক্ষে চাঁদের স্পষ্ট ছবি পাঠানোর সম্ভাবনা বেশি৷ যা পরবর্তীতে NASA-কে তাদের অভিযান ও গবেষণায় সাহায্য করবে ।