ওয়াশিংটন, 23 ফেব্রুয়ারি: মঙ্গল গ্রহের প্রথম অডিয়ো প্রকাশ করল নাসা । মার্কিন মহাকাশ সংস্থার পাঠানো রোভার পারসিভিয়ারেন্স লাল গ্রহের হাওয়ার অডিয়ো রেকর্ড করে পাঠিয়েছে । শুধু তাই নয়, মঙ্গলে রোভারের অবতরণের প্রথম ভিডিয়োও প্রকাশ করেছে নাসা ।
মঙ্গলে অবতরণের পরই কাজ করা শুরু করেছে রোভারের মাইক্রোফোন । নাসার ইঞ্জিনিয়াররা একটি ছোট রেকর্ডিং করেছেন । পারসিভিয়ারেন্সের ক্য়ামেরা ও মাইক্রোফোনের শীর্ষ ইঞ্জিনিয়ার ডেভ গ্রুয়েল জানিয়েছেন, ''ওই 10 সেকেন্ডে যেটা শুনলেন, সেটা আসলে মাইক্রোফোনে রেকর্ড করা মঙ্গলের পৃষ্ঠের সঙ্গে হাওয়ার ধাক্কার আওয়াজ । সেটা পৃথিবীতে আমাদের কাছে পাঠানো হয়েছে ।''
এ ছাড়াও 3 মিনিট 25 সেকেন্ডের হাই-রেজ়োলিউশনের ভিডিয়ো ক্লিপে দেখা যাচ্ছে তাপনিরোধক শিল্ড রোভারকে সুরক্ষা দিচ্ছে আর বিরাট লাল-সাদা প্যারাশুট রাখা আছে । ধুলোর ঝড়ের মধ্যে দিয়ে রোভারের মঙ্গলের মাটি ছোঁয়ার দৃশ্যও দেখা গিয়েছে ভিডিয়োতে ।
নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরির অধিকর্তা মাইকেল ওয়াটকিংস জানিয়েছেন, ''মঙ্গলে অবতরণের ছবি এই প্রথমবার আমরা ক্যামেরাবন্দি করতে পেরেছি ।'' রোভারটি প্রত্যাশামতোই কাজ করছে বলে জানিয়েছেন পারসিভিয়ারেন্সের সারফেস মিশন ম্যানেজার জেসিকা স্যামুয়েলস । তিনি বলেছেন, ''আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, পারসিভিয়ারেন্সের স্বাস্থ্য ভালো আছে এবং আমরা যেমনটা পরিকল্পনা করেছিলাম, সেভাবেই সেটি কাজ করছে ।''
আরও পড়ুন:আতঙ্ক কাটিয়ে মঙ্গলের মাটিতে নাসার পার্সি, পাঠাল প্রথম ছবি
গত 19 ফেব্রুয়ারি মঙ্গলের মাটিতে পা রাখে নাসার রোভার পার্সিভিয়ারেন্স । ভারতীয় সময় বৃহস্পতিবার রাত আড়াইটে নাগাদ মার্টিয়ান আকাশের মধ্যে দিয়ে এগিয়ে গিয়ে লালগ্রহে ঐতিহাসিক অবতরণ করে এই মঙ্গলযান । খবরটি ঘোষণা করে এই প্রক্রিয়াকে সাংঘাতিক বিপজ্জনক বলে আখ্যা দিয়েছেন বিজ্ঞানীরা । ফলে মঙ্গলের পাথর নিয়ে আসা ও প্রাণের অস্তিত্ব খোঁজার প্রচেষ্টায় আরও এক ধাপ অগ্রগতি হল ।
টেকঅফের প্রায় সাত মাস পর মঙ্গলের মাটিতে অবতরণ করল নাসার পার্সিভিয়ারেন্স । এই নিয়ে নাসার পাঁচটি রোভার মঙ্গলগ্রহের মাটি ছুঁল । এর আগে মঙ্গলে পা রেখেছে সোজার্নার, যজম রোভার স্পিরিট ও অপরচুনিটি এবং কিউরিয়োসিটি ।