পশ্চিমবঙ্গ

west bengal

নাসা-র চিফ অফ স্টাফ ভারতীয় বংশোদ্ভূত ভব্যা লাল

By

Published : Feb 2, 2021, 8:59 AM IST

ইঞ্জিনিয়ারিং ও মহাকাশ প্রযুক্তিতে লালের অভিজ্ঞতা রয়েছে । তিনি ডিফেন্স অ্যানালিসিস সায়েন্স অ্যান্ড টেকনোলজি পলিসি ইনস্টিটিউট (এসটিপিআই)-তে 2005 থেকে 2020 পর্যন্ত গবেষণায় নিযুক্ত ছিলেন ।

Bhavya Lal
ভব্যা লাল

ওয়াশিংটন, 2 ফেব্রুয়ারি : অ্যামেরিকাবাসী ভারতীয় বংশোদ্ভূত ভব্যা লাল-কে "চিফ অফ স্টাফ" হিসাবে নিয়োগ করল নাসা । অ্যামেরিকার নব নির্বাচিত প্রেসিডেন্ট জ়ো বাইডেনের প্রেসিডেন্সিয়াল ট্রানজ়িশন এজেন্সি রিভিউ টিমের সদস্যও ছিলেন লাল ।

নাসা একটি বিবৃতিতে জানিয়েছে, ভব্যা লাল-কে সংস্থার চিফ অফ স্টাফ হিসাবে নিযুক্ত করা হয়েছে । অন্যদিকে, ফিলিপ থম্পসন হোয়াইট হাউজ়ের সঙ্গে যোগাযোগের দায়িত্ব পালন করবেন, অ্যালিসিয়া ব্রাউন আইন সরকারি বিষয়ে সহযোগী প্রশাসক হিসাবে কাজ করবেন । এছাড়া আরও কয়েকজন নতুন মুখকে উচ্চপদে নিয়োগ করেছে নাসা ।

ইঞ্জিনিয়ারিং ও মহাকাশ প্রযুক্তিতে লালের অভিজ্ঞতা রয়েছে । তিনি ডিফেন্স অ্যানালিসিস সায়েন্স অ্যান্ড টেকনোলজি পলিসি ইনস্টিটিউট (এসটিপিআই)-তে 2005 থেকে 2020 পর্যন্ত গবেষণায় নিযুক্ত ছিলেন ।

আরও পড়ুন, এবার কৃষকদের সঙ্গে "সহভোজ", শনিবার মালদা সফরে নাড্ডা

এসটিপিআই-এ যোগ দেওয়ার আগে ভাব্যা লাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি পলিসি রিসার্চ অ্যান্ড কনসাল্টিং ফার্মের প্রেসিডেন্ট ছিলেন । কেমব্রিজে একটি রিসার্চ সংস্থার ডিরেক্টরও ছিলেন । নাসায় বাজেট ও অর্থনীতি সংক্রান্ত বিষয়ে বরিষ্ঠ উপদেষ্টা হিসাবেও করেছেন ভব্যা লাল ।

ABOUT THE AUTHOR

...view details