ওয়াশিংটন, 23 সেপ্টেম্বর : ঐতিহাসিক মুহূর্ত ৷ অ্যামেরিকা ও ভারতের সম্পর্কে এক অন্য দিশা দেখল আজ হিউস্টন ৷ এই ঐতিহাসিক সন্ধিক্ষণে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমেরিকা যে সব রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তা দৃঢ় ভাষায় ঘোষণা করলেন ট্রাম্প । অন্যদিকে নাম না করেও পাকিস্তানকে কড়া সতর্কবার্তা দিলেন মোদি আন্তর্জাতিক মঞ্চ থেকে ৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তৃতায় 370 ধারা প্রত্যাহারের প্রসঙ্গ উঠে এল ফের ৷ এই ধারা রদের মাধ্যমে বৈষম্য ও সন্ত্রাসবাদকে দূর করার পদক্ষেপ করা হয়েছে, তা দৃঢ় কণ্ঠে ঘোষণা করলেন মোদি ৷ পাকিস্তানের নাম না নিলেও সন্ত্রাসবাদ নিয়ে পরোক্ষভাবে এদিনের সভা থেকে সতর্কবার্তা দিলেন প্রধানমন্ত্রী৷
প্রধানমন্ত্রী বলেন, ''আমেরিকার 9/11 হোক, বা মুম্বইয়ের 26/11, এই হামলার চক্রান্তকারীদের কোথায় পাওয়া গিয়েছিল? শুধুমাত্র আপনারা নন, সারা বিশ্ব জানে, তারা কারা ৷'' মোদির এই বক্তব্যের পর হাততালির ঝড় ওঠে টেক্সাসের প্রেক্ষাগৃহজুড়ে ৷