টেক্সাস, 4 অগাস্ট : ফের গুলি চলল অ্যামেরিকায় ৷ এবার ঘটনাস্থান টেক্সাসের এল পাসোর একটি শপিং মলের বাইরে ৷ কমপক্ষে 20 জনের মৃত্যু হয়েছে বলে খবর ৷ জখম হয়েছে 26 জন ৷ একজন আত্মসমর্পণ করেছে বলে পুলিশ সূত্রে খবর ৷ বিদ্বেষের কারণে এই হামলা চালানো হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান ৷
অ্যামেরিকা-মেক্সিকো সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত সিয়েলো ভিসতা মল ৷ আর পাঁচটা দিনের মতো মলটি ভিড়ে ঠাসা ছিল ৷ সেই সময়, সেখানে অ্যাসল্ট রাইফেল নিয়ে হামলা চালায় এক যুবক ৷ গুলির আওয়াজ শুনে ক্রেতারা দৌড়াতে শুরু করেন ৷ এল পাসোর পুলিশ প্রধান গ্রেগ অ্যালেন জানান, স্থানীয় সময় অনুযায়ী সকাল 10টা 39 মিনিটে গুলি চালানোর খবর আসে ৷ 6 মিনিটের মধ্যে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷
পরে এক দুষ্কৃতী আত্মসমর্পণ করে ৷ অ্যামেরিকান সংবাদমাধ্যমের দাবি, শ্বেতাঙ্গ ওই যুবকের নাম প্যাট্রিক ক্রুসিয়াস (21) ৷ এল পাসোর পূর্ব দিকে ডালাসের অ্যালেনে থাকত সে ৷ এল পাসোর পুলিশ প্রধান জানান, ওই যুবকের কাছ থেকে একটি ইস্তাহার উদ্ধার করা হয়েছে ৷ তা থেকে মনে করা হচ্ছে, এটা বিদ্বেষমূলক হামলা ৷
গভর্নর গ্রেগ অ্যাবট এই হামলাকে টেক্সাসের ইতিহাসে অন্যতম কালো দিবস হিসেবে চিহ্নিত করেন ৷ হামলার নিন্দা করে টুইট করেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ তিনি লেখেন, "টেক্সাসের এল পাসোতে ভয়ঙ্কর গুলি চালানোর ঘটনায় অনেকের মৃত্যু হয়েছে ৷ খুবই খারাপ খবর ৷ স্থানীয় প্রশাসন এবং পুলিশের সঙ্গে কাজ করছি ৷ গভর্নরের সঙ্গে কথা বলে পূর্ণ সাহায্যের অঙ্গীকার করেছি ৷ ভগবান আপনাদের সকলের সঙ্গে থাকুক ৷ "