উইলমিংটন, 17 নভেম্বর : বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর দলকে এবার হুঁশিয়ারি দিলেন নির্বাচিত প্রেসিডেন্ট জো বিডেন ৷ জো বিডেনের দলের তরফে অ্যামেরিকার জাতীয় সুরক্ষা নীতি সম্পর্কিত সমস্য়া এবং কোরোনা ভ্য়াকসিন নিয়ে তৈরি করা পরিকল্পনা সহ একাধিক তথ্য় হস্তান্তর করতে বলা হয়েছিল ৷ সেইসব তথ্য় হস্তান্তর করার ক্ষেত্রে অসহযোগিতার অভিযোগ উঠেছে ডোনাল্ড ট্রাম্প ও তাঁর মন্ত্রিসভার বিরুদ্ধে ৷
কোরোনা ভ্য়াকসিনের তথ্য় নিয়ে অসহযোগিতা ট্রাম্প প্রশাসনের, অভিযোগ জো বিডেনের
এক সাংবাদিক বৈঠকে বিডেন সোমবার জানান, যদি ঠিকমতো সমন্বয় স্থাপন না করা হয়, তবে প্রচুর মানুষ কোরোনায় মারা যেতে পারেন ৷ বিডেন ও তাঁর সহযোগীরা এবং একই সঙ্গে রিপাবলিকানদের একটি দল হোয়াইট হাউসকে একটি চিঠি দেয় ৷ যেখানে মহামারী নিয়ন্ত্রণ এবং ভ্য়াকসিন বিতরণে হোয়াইট হাউসের কী পরিকল্পনা রয়েছে তা জানতে চাওয়া হয় ৷
এক সাংবাদিক বৈঠকে বিডেন সোমবার জানান, যদি ঠিকমতো সমন্বয় স্থাপন না করা হয়, তবে প্রচুর মানুষ কোরোনায় মারা যেতে পারেন ৷ বিডেন ও তাঁর সহযোগীরা এবং একই সঙ্গে রিপাবলিকানদের একটি দল হোয়াইট হাউসকে একটি চিঠি দেয় ৷ যেখানে মহামারী নিয়ন্ত্রণ এবং ভ্য়াকসিন বিতরণে হোয়াইট হাউসের কী পরিকল্পনা রয়েছে তা জানতে চাওয়া হয় ৷ কিন্তু জো বিডেন জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন এনিয়ে কাজ করছিল ৷ কিন্তু, বর্তমানে তারা বিডেনের দলকে বাধা দিচ্ছে ৷ তাই বিডেনের ট্রানজ়িশন টিম তাদের পরিকল্পনা নিয়ে আলাদাভাবে কাজ করার ইঙ্গিত দিয়েছে ৷ এনিয়ে সেনেটর সুজ়ান কোলিন বলেন, কোরোনা ভাইরাসের ভ্য়াকসিন বিতরণের পরিকল্পনা জানার সম্পূর্ণ অধিকার রয়েছে নির্বাচিত প্রেসিডেন্ট ও তাঁর দলের ৷ ভ্য়াকসিন বিতরণ করাটা কোনও সহজ কাজ নয় বলে জানান কোলিন ৷ তিনি আরও বলেন, বর্তমান প্রশাসনে ভ্য়াকসিন নিয়ে যে পরিকল্পনা হয়েছে বা কাজ চলেছে, সেই তথ্য় নতুন প্রশাসনকে দেওয়া, বর্তমান প্রশাসনের কর্তব্য় ৷ কারণ এর সঙ্গে জনস্বাস্থ্য় জড়িয়ে রয়েছে ৷
নির্বাচনে হারলেও চাপের কাছে ঝুঁকতে নারাজ ডোনাল্ড ট্রাম্প ৷ এমনকী জো বিডেনের কাছে হার নিয়ে এখনও বিতর্ক জিইয়ে রেখেছেন ট্রাম্প ৷ প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সংখ্য়াগরিষ্ঠতার 270 আসন ছাপিয়ে গিয়েছেন জো বিডেন ৷ যেখানে অ্যামেরিকাজুড়ে ট্রাম্পের থেকে 5.5 মিলিয়ন ভোট বেশি পেয়েছেন বিডেন ৷