পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

কোরোনা ভ্য়াকসিনের তথ্য় নিয়ে অসহযোগিতা ট্রাম্প প্রশাসনের, অভিযোগ জো বিডেনের

এক সাংবাদিক বৈঠকে বিডেন সোমবার জানান, যদি ঠিকমতো সমন্বয় স্থাপন না করা হয়, তবে প্রচুর মানুষ কোরোনায় মারা যেতে পারেন ৷ বিডেন ও তাঁর সহযোগীরা এবং একই সঙ্গে রিপাবলিকানদের একটি দল হোয়াইট হাউসকে একটি চিঠি দেয় ৷ যেখানে মহামারী নিয়ন্ত্রণ এবং ভ্য়াকসিন বিতরণে হোয়াইট হাউসের কী পরিকল্পনা রয়েছে তা জানতে চাওয়া হয় ৷

more-people-may-die-biden-urges-trump-to-aid-transition
কোরোনা ভ্য়াকসিনের তথ্য় নিয়ে অসহযোগিতা ট্রাম্পের : জো বিডেন

By

Published : Nov 17, 2020, 3:26 PM IST

উইলমিংটন, 17 নভেম্বর : বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর দলকে এবার হুঁশিয়ারি দিলেন নির্বাচিত প্রেসিডেন্ট জো বিডেন ৷ জো বিডেনের দলের তরফে অ্যামেরিকার জাতীয় সুরক্ষা নীতি সম্পর্কিত সমস্য়া এবং কোরোনা ভ্য়াকসিন নিয়ে তৈরি করা পরিকল্পনা সহ একাধিক তথ্য় হস্তান্তর করতে বলা হয়েছিল ৷ সেইসব তথ্য় হস্তান্তর করার ক্ষেত্রে অসহযোগিতার অভিযোগ উঠেছে ডোনাল্ড ট্রাম্প ও তাঁর মন্ত্রিসভার বিরুদ্ধে ৷

এক সাংবাদিক বৈঠকে বিডেন সোমবার জানান, যদি ঠিকমতো সমন্বয় স্থাপন না করা হয়, তবে প্রচুর মানুষ কোরোনায় মারা যেতে পারেন ৷ বিডেন ও তাঁর সহযোগীরা এবং একই সঙ্গে রিপাবলিকানদের একটি দল হোয়াইট হাউসকে একটি চিঠি দেয় ৷ যেখানে মহামারী নিয়ন্ত্রণ এবং ভ্য়াকসিন বিতরণে হোয়াইট হাউসের কী পরিকল্পনা রয়েছে তা জানতে চাওয়া হয় ৷ কিন্তু জো বিডেন জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন এনিয়ে কাজ করছিল ৷ কিন্তু, বর্তমানে তারা বিডেনের দলকে বাধা দিচ্ছে ৷ তাই বিডেনের ট্রানজ়িশন টিম তাদের পরিকল্পনা নিয়ে আলাদাভাবে কাজ করার ইঙ্গিত দিয়েছে ৷ এনিয়ে সেনেটর সুজ়ান কোলিন বলেন, কোরোনা ভাইরাসের ভ্য়াকসিন বিতরণের পরিকল্পনা জানার সম্পূর্ণ অধিকার রয়েছে নির্বাচিত প্রেসিডেন্ট ও তাঁর দলের ৷ ভ্য়াকসিন বিতরণ করাটা কোনও সহজ কাজ নয় বলে জানান কোলিন ৷ তিনি আরও বলেন, বর্তমান প্রশাসনে ভ্য়াকসিন নিয়ে যে পরিকল্পনা হয়েছে বা কাজ চলেছে, সেই তথ্য় নতুন প্রশাসনকে দেওয়া, বর্তমান প্রশাসনের কর্তব্য় ৷ কারণ এর সঙ্গে জনস্বাস্থ্য় জড়িয়ে রয়েছে ৷

নির্বাচনে হারলেও চাপের কাছে ঝুঁকতে নারাজ ডোনাল্ড ট্রাম্প ৷ এমনকী জো বিডেনের কাছে হার নিয়ে এখনও বিতর্ক জিইয়ে রেখেছেন ট্রাম্প ৷ প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সংখ্য়াগরিষ্ঠতার 270 আসন ছাপিয়ে গিয়েছেন জো বিডেন ৷ যেখানে অ্যামেরিকাজুড়ে ট্রাম্পের থেকে 5.5 মিলিয়ন ভোট বেশি পেয়েছেন বিডেন ৷

ABOUT THE AUTHOR

...view details