পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

যা হচ্ছে, তা যথেষ্ট নয়; জলবায়ু পরিবর্তন সম্মেলনে বললেন মোদি - Environment

আজ রাষ্ট্রসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সম্মেলনে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে তিনি বলেন, "আমাদের স্বীকার করতেই হবে, জলবায়ু পরিবর্তনের মতো কঠিন চ্যালেঞ্জ টপকানোর জন্য আমরা যা করছি, তা যথেষ্ট নয় ৷"

মোদি

By

Published : Sep 23, 2019, 9:51 PM IST

Updated : Sep 23, 2019, 11:36 PM IST

নিউ ইয়র্ক, 23 সেপ্টেম্বর : স্বাধীনতা দিবসে ঘোষণা করেছিলেন, 2022 সালের মধ্যে 175 গিগাওয়াট অজীবাশ্ম জ্বালানি উৎপাদন করবে ভারত ৷ আর পরবর্তীতে তা বাড়িয়ে 450 গিগাওয়াট করার কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

আজ রাষ্ট্রসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সম্মেলনে ভাষণ দেন প্রধানমন্ত্রী ৷ সেখানে জলবায়ু পরিবর্তন রোধে বিশ্ববাসীর চেষ্টা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি ৷ বলেন, "আমাদের স্বীকার করতেই হবে, জলবায়ু পরিবর্তনের মতো কঠিন চ্যালেঞ্জ পেরোনোর জন্য আমরা যা করছি, তা যথেষ্ট নয় ৷" তাই আগামীদিনে আরও কাজ করার আছে বলে মন্তব্য করেন মোদি ৷ তাঁর কথায়, "জলবায়ু পরিবর্তন আটকাতে আরও কাজ করতে হবে ৷ লোভ নয়, প্রয়োজনীয়তা হল আমাদের পথ প্রর্দশক নীতি ৷ আর জন জাগরণ এখন দরকার ৷" সিঙ্গল ইউজ় প্লাস্টিক ব্যবহারের উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে ভারত ৷ মোদির আশা, ভারতের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক স্তরে প্লাস্টিক বর্জনে সচেতনতা গড়ে তুলবে ৷ তিনি বলেন, "এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভারত এখানে শুধু কথা বলতে আসেনি, বরং রোডম্যাপ দিচ্ছে ৷ "

ভিডিয়োয় শুনুন বক্তব্য

2017 সালে প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে এসেছিলেন অ্যামেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ ভারত ও চিনকে সেই সিদ্ধান্তের জন্য দায়ি করেছিলেন ট্রাম্প ৷ আর আজ মোদি যখন কথাগুলি বলছিলেন, কিছুটা অপ্রত্যাশিতভাবেই তখন সেখানে হাজির হয়েছিলেন ট্রাম্প ৷ গতকালই হিউস্টনে দুই রাষ্ট্রনেতা এক সৌহাদ্যপূর্ণ ছবি তুলে ধরেছিলেন ৷ আর জলবায়ু পরিবর্তন রোধে মোদির বক্তব্যের পর ট্রাম্পের প্রতিক্রিয়া কি হয় সেটাই এখন প্রশ্ন কূটনৈতিক মহলে ৷

Last Updated : Sep 23, 2019, 11:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details