ওয়াশিংটন , 23 অক্টোবর : কয়েক সপ্তাহের মধ্যেই কোরোনার ভ্যাকসিন পাবে অ্যামেরিকা। ডেমোক্রেটিক পদপ্রার্থী জো বিডেনের সঙ্গে শেষ বিতর্কসভায় বক্তব্য রাখার সময় এমনই আশ্বাস দিলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, 3 নভেম্বর নির্বাচনের আগে ভ্যাকসিন পাবে অ্যামেরিকাবাসী।
কয়েক সপ্তাহের মধ্যেই অ্যামেরিকায় আসছে ভ্যাকসিন, বিতরণ করবে সেনা : ট্রাম্প - ভ্যাকসিন তৈরি হলে বিতরণ করবে সেনা : শেষ বিতর্কসভা থেকে ট্রাম্প
আজ বিতর্কসভা থেকে ট্রাম্প বলেন, " অ্যামেরিকা কর্তৃপক্ষ ভ্যাকসিন নিয়ে তৈরি ৷ পরিষ্কার পথ তৈরির জন্য ব্যবস্থা করা হচ্ছে ৷ আমরা কয়েক সপ্তাহের মধ্যেই ভ্যাকসিন পেয়ে যাব ৷ তারপর ঘোষণা করা হবে ৷ জনসন এন্ড জনসন খুব ভালো কাজ করছে ৷ "
আজ ট্রাম্প জানান, অ্যামেরিকা প্রশাসন ভ্যাকসিন নিয়ে তৈরি। কয়েক সপ্তাহের মধ্যেই আমরা ভ্যাকসিন পেয়ে যাব। শীঘ্রই এই সংক্রান্ত ঘোষণা হবে। জনসন অ্যান্ড জনসন ভালো কাজ করছে। এছাড়া রয়েছে মডার্না, ফিজ়ার এবং আরও কয়েকটি কম্পানি ভ্যাকসিন তৈরির কাজ করছে।
ভ্যাকসিনের অনুমোদন পাওয়ার পর সেনাকে দিয়ে তা বিতরণ করা হবে বলে জানান ট্রাম্প। বিতর্কসভায় ট্রাম্প আরও বলেন, " ডাক্তারদের মতে আমার রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে ৷ 22 লাখ মানুষের মৃত্যু নিশ্চিত ছিল ৷ ফ্লোরিডা, টেক্সাসে সংক্রমণ ছড়িয়ে পড়েছিল ৷ কিন্তু, কোরোনা আস্তে আস্তে চলে যাচ্ছে ৷ ধীরে ধীরে অনেক মানুষ ভালো হয়ে উঠছে ৷ আমিও সংক্রমিত হয়েছিলাম ৷ বর্তমানে সেরে উঠেছি ৷ না হলে আমি এখানে আসতে পারতাম না ৷ "
TAGGED:
Donald Trump