নিউ ইয়র্ক, 29 এপ্রিল : কোরোনা মোকাবিলায় দিন-রাত লড়ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা । জীবন বাজি রেখেই আক্রান্তদের সেবায় নিরন্তর কাজ করছেন তাঁরা । কেউ বাচ্চাকে ক্রেসে রেখে তো কেউ বৃদ্ধ বাবা-মা'কে বাড়িতে একা রেখে কাজে যোগ দিচ্ছেন । অনেকে আবার সহকর্মীদের আক্রান্ত হতে দেখছেন । তবুও ফের PPE সজ্জায় সজ্জিত হয়ে নামছেন কাজে । অ্যামেরিকার মতো দেশে যেখানে একদিনে 2200 জনের মৃত্যু হয়েছে, সেখানে আতঙ্কটা একটু হলেও বেশি । এবার এইসব স্বাস্থ্যকর্মী ও চিকিৎসককে কৃতজ্ঞতা জানাতে নিউইয়র্কের আকাশে উড়ল অ্যামেরিকার বায়ুসেনা ও নৌসেনার বিমান ।
স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের কৃতজ্ঞতা জানাতে নিউইয়র্কের আকাশে উড়ল সেনা বিমান - কোরোনা সংক্রান্ত খবর
জীবন বাজি রেখে কোরোনা মোকাবিলায় দিন রাত লড়ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা । তাঁদের কৃতজ্ঞতা জানাতে নিউইয়র্কের আকাশে উড়ল অ্যামেরিকার বায়ুসেনা ও নৌসেনার বিমান ।
ছবি
গতকাল দুপুরে প্রথমে নিউইয়র্ক ও নিওয়ার্ক এবং পরে ট্রেনটন, নিউজার্সি ও ফিলাডেলফিয়ার আকাশে উড়তে দেখা যায় অ্যামেরিকার বায়ুসেনার থান্ডারবার্ডসের বিমানগুলিকে । সঙ্গে ছিল নৌসেনার ব্লু অ্য়াঞ্জেলসের জেটও ।
এবিষয়ে নৌসেনার ব্লু অ্য়াঞ্জেলসের আধিকারিক ব্রায়ান কেসেলরিং বলেন, "দেশের কোরোনা পরিস্থিতিতে সামনে থেকে লড়ে চলেছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা । তাঁদের সম্মান ও কৃতজ্ঞতা জানানোর সুযোগ পেয়ে আমরা সম্মানিত । "