নিউইয়র্ক , 14 সেপ্টেম্বর : টিকটক কেনা হচ্ছে না অ্যামেরিকার মাইক্রোসফ্টের ৷ রবিবার, মাইক্রোসফ্ট কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, টিকটক কেনার ক্ষেত্রে তাদের প্রস্তাব বাতিল করেছে চিনের টিকটকের পেরেন্ট কম্পানি বাইটডান্স ৷
প্রস্তাব প্রত্যাখ্যান, মাইক্রোসফ্টকে টিকটক বিক্রি করছে না বাইটড্যান্স - Microsoft Says Its TikTok Buyout Offer Rejected
মাইক্রোস্ফটের তরফে বলা হয়েছে, বাইটড্যান্স জানিয়েছে, তারা মাইক্রোসফ্টের কাছে টিকটকের অ্যামেরিকার সম্পত্তি বিক্রি করবে না ৷ আমরা নিশ্চিত যে, জাতীয় সুরক্ষা স্বার্থ রক্ষার জন্য আমাদের প্রস্তাব টিকটকের ব্যবহারকারীদের পক্ষে ভালো হত ৷
উল্লেখ্য, আগেই টিকটককে নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত ৷ টিকটকের পেরেন্ট কম্পানি চিনের বাইটড্যান্স। অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন, বাইটড্যান্স তাদের অ্যামেরিকার সম্পত্তি সে দেশের কোনও সংস্থাকে বিক্রি না করলে টিকটক নিষিদ্ধ করা হবে ৷ বিক্রির সময়সীমাও বেঁধে দিয়েছেন ট্রাম্প ৷ এরপরই মাইক্রোসফ্ট কিংবা ওরাকেলকে টিকটক বিক্রি করার কথা চলছিল ৷ টিকটক কেনার জন্য একটি প্রস্তাবও পাঠায় মাইক্রোসফ্ট ৷ কিন্তু তা প্রত্যাখ্যান করেছে বাইটড্যান্স ৷ এই বিষয়ে মাইক্রোসফ্ট কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, বাইটড্যান্স আমাদের জানিয়েছে তারা টিকটকের অ্যামেরিকার সম্পত্তি বিক্রি করবে না ৷ আমরা নিশ্চিত যে, জাতীয় সুরক্ষা স্বার্থ রক্ষার জন্য আমাদের প্রস্তাব টিকটকের অ্য়ামেরিকার ব্যবহারকারীদের পক্ষে ভালো হত ৷
ট্রাম্পের আদেশ জারির পর টিকটক বন্ধের নিষেধাজ্ঞার হুমকিকে চ্যালেঞ্জ করে একটি মামলা দায়ের করেছিল টিকটক। তারা দাবি করে, ট্রাম্পের আদেশ আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক শক্তি আইনের অপব্যবহার।