পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

প্রস্তাব প্রত্যাখ্যান, মাইক্রোসফ্টকে টিকটক বিক্রি করছে না বাইটড্যান্স

মাইক্রোস্ফটের তরফে বলা হয়েছে, বাইটড্যান্স জানিয়েছে, তারা মাইক্রোসফ্টের কাছে টিকটকের অ্যামেরিকার সম্পত্তি বিক্রি করবে না ৷ আমরা নিশ্চিত যে, জাতীয় সুরক্ষা স্বার্থ রক্ষার জন্য আমাদের প্রস্তাব টিকটকের ব্যবহারকারীদের পক্ষে ভালো হত ৷

Tiktok
Tiktok

By

Published : Sep 14, 2020, 11:04 AM IST

নিউইয়র্ক , 14 সেপ্টেম্বর : টিকটক কেনা হচ্ছে না অ্যামেরিকার মাইক্রোসফ্টের ৷ রবিবার, মাইক্রোসফ্ট কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, টিকটক কেনার ক্ষেত্রে তাদের প্রস্তাব বাতিল করেছে চিনের টিকটকের পেরেন্ট কম্পানি বাইটডান্স ৷

উল্লেখ্য, আগেই টিকটককে নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত ৷ টিকটকের পেরেন্ট কম্পানি চিনের বাইটড্যান্স। অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন, বাইটড্যান্স তাদের অ্যামেরিকার সম্পত্তি সে দেশের কোনও সংস্থাকে বিক্রি না করলে টিকটক নিষিদ্ধ করা হবে ৷ বিক্রির সময়সীমাও বেঁধে দিয়েছেন ট্রাম্প ৷ এরপরই মাইক্রোসফ্ট কিংবা ওরাকেলকে টিকটক বিক্রি করার কথা চলছিল ৷ টিকটক কেনার জন্য একটি প্রস্তাবও পাঠায় মাইক্রোসফ্ট ৷ কিন্তু তা প্রত্যাখ্যান করেছে বাইটড্যান্স ৷ এই বিষয়ে মাইক্রোসফ্ট কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, বাইটড্যান্স আমাদের জানিয়েছে তারা টিকটকের অ্যামেরিকার সম্পত্তি বিক্রি করবে না ৷ আমরা নিশ্চিত যে, জাতীয় সুরক্ষা স্বার্থ রক্ষার জন্য আমাদের প্রস্তাব টিকটকের অ্য়ামেরিকার ব্যবহারকারীদের পক্ষে ভালো হত ৷

ট্রাম্পের আদেশ জারির পর টিকটক বন্ধের নিষেধাজ্ঞার হুমকিকে চ্যালেঞ্জ করে একটি মামলা দায়ের করেছিল টিকটক। তারা দাবি করে, ট্রাম্পের আদেশ আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক শক্তি আইনের অপব্যবহার।

ABOUT THE AUTHOR

...view details