পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

কর্মীর সঙ্গে যৌন সম্পর্কেই কি বিল গেটসের ইস্তফা ?

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুসারে, ঘটনাটি দুই দশকের পুরানো হলেও মাইক্রোসফট এ বিষয়ে অবগত হয়েছে ২০১৯ সালের শেষদিকে । মাইক্রোসফটের এক মহিলা প্রযুক্তিবিদ চিঠি দিয়ে তাঁর সঙ্গে বিল গিটসের বহু বছরের শারীরিক সম্পর্কের কথা জানান ।

Bill Gates
Bill Gates

By

Published : May 17, 2021, 10:10 PM IST

নিউ ইয়র্ক, 17 মে : আবারও শিরোনামে বিল গেটস । তবে এবার কারণ তার বিবাহ বিচ্ছেদ নয় । বিবাহ বহির্ভূত সম্পর্ক । রবিবার ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এ প্রকাশিত একটি রিপোর্টে সামনে এসেছে এই খবর । স্ত্রী মেলিন্ডার সঙ্গে বিয়ের বয়স তখন সবেমাত্র ছয় । প্রায় দু দশক আগে নিজের প্রতিষ্ঠানেরই এক কর্মীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা । খবর প্রকাশ্যে আসতেই প্রতিষ্ঠাতার বিরুদ্ধে তদন্ত শুরু করে মাইক্রোসফ্‌ট কর্পোরেশন । ঘটনার পরই সংস্থার বোর্ড থেকে সরে দাঁড়ান বিল গেটস ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুসারে, ঘটনাটি দুই দশকের পুরানো হলেও মাইক্রোসফট এ বিষয়ে অবগত হয়েছে ২০১৯ সালের শেষদিকে । মাইক্রোসফটের এক মহিলা প্রযুক্তিবিদ চিঠি দিয়ে তাঁর সঙ্গে বিল গিটসের বহু বছরের শারীরিক সম্পর্কের কথা জানান । সময় নষ্ট না করে, মাইক্রোসফটের পরিচালনা বোর্ডের পক্ষ থেকে একটি আইনি প্রতিষ্ঠানকে তদন্তের জন্য নিয়োগ করা হয় । এরপর নিরপেক্ষ বিচারের জন্য মাইক্রোসফটের সঙ্গে যুক্ত নয় এমন একটি আইনি সংস্থাকে ভার দেওয়া হয় । তদন্তের সময় মাইক্রোসফটের পক্ষ থেকে অভিযোগকারী মহিলাকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হয় বলেও জানা গিয়েছে । এর কিছুদিন পরেই ২০২০ সালে কোম্পানির বোর্ড অব ডিরেক্টর থেকে পদত্যাগ করেন বিল গেটস । যার ফলে মাঝপথে থেমে যায় তদন্ত । যদিও সেই সময় কোম্পানির পদ ছাড়ার অন্য কারণ দেখিয়েছিলেন বিল ।

আরও পড়ুন : 27 বছরের পার্টনারশিপে ইতি, বিবাহবিচ্ছেদ বিল ও মেলিন্ডা গেটসের

তবে বিল গেটসের এক মুখপাত্রের বয়ান অনুযায়ী, কোম্পানির বোর্ড থেকে পদত্যাগের সঙ্গে কর্মীর সঙ্গে সম্পর্কের কোনও সম্পর্কই নেই । তবে ২০ বছর আগে যে একটি সম্পর্ক ছিল তা মেনে নিয়েছেন মুখপাত্র । তাঁর কথায়, সম্পর্কটি দুই পক্ষের সম্মত্তিতে বন্ধুত্বপূর্ণ ভাবে সমাপ্ত হয় ।

তবে রিপোর্ট প্রকাশে শোরগোল পড়েছে । অনেকেই এখন মনে করতে শুরু করেছেন, অতীতের এই সম্পর্কের ফলেই কী দীর্ঘ দাম্পত্য জীবনে ছেদ পড়েছে ধনকুবেরের ।

ABOUT THE AUTHOR

...view details