নিউইয়র্ক, 10 জানুয়ারি : নতুন বছরের দ্বিতীয় সপ্তাহেই ভয়াবহ অগ্নিকাণ্ড ও মৃত্যুর সাক্ষী থাকল নিউইয়র্ক সিটি ৷ রবিবার নিউইয়র্কের ইস্ট 181 স্ট্রিটের একটি 19 তলা উঁচু আবাসনে আগুন লাগে ৷ ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 19 জনের ৷ নিহতদের মধ্যে রয়েছে 9 শিশু ৷ আহতের সংখ্যা প্রায় 60 জন ৷ যার মধ্যে 13 জন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ৷ সাম্প্রতিক অতীতে নিউইয়র্কে এমন ভয়াবহ ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন সিটির ফায়ার কমিশনার ড্যানিয়েল নিগ্রো ৷
নিগ্রো জানিয়েছেন, রবিবারের ওই ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টের দ্বিতীয় এবং তৃতীয় তলায় আগুন ছড়িয়ে পড়ে ৷ তবে দমকলকর্মীরা আগুন নেভাতে গিয়ে অ্যাপার্টমেন্টগুলি দরজা খোলা দেখতে পান ৷ এতে আগুন ও ধোঁয়া দ্রুত ছড়িয়ে পড়ে ৷ নিহতদের বেশিরভাগই ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা গিয়েছেন ৷ অনেকের হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে ৷ ফায়ার কমিশনার জানিয়েছেন, ঘটনাস্থলে 200 জন দমকলকর্মী মিলে ব্রোনক্সের টুইন পার্ক অ্যাপার্টমেন্টের আগুন নেভানোর কাজে নামে ৷ প্রায় প্রতিটি ফ্লোরেই মানুষের মৃত্যু হয়েছে ৷