পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Joe Biden on Kamala Harris: 2024-এ ফের মার্কিন ভাইস প্রেসিডেন্টের দৌড়ে থাকবেন কমলা : বাইডেন

2024-এ ফের মার্কিন ভাইস প্রেসিডেন্টের দৌড়ে থাকতে পারেন কমলা হ্যারিস (Kamala Harris will be running mate of Joe Biden in 2024)৷ জো বাইডেন জানিয়েছেন, তিনি প্রেসিডেন্ট পদের জন্য লড়লে তাঁর রানিং মেটের দৌড়ে থাকবেন কমলাই ৷

Kamala Harris will be my running mate in 2024, says US president Joe Biden
2024-এ ফের মার্কিন ভাইস প্রেসিডেন্টের দৌড়ে থাকবেন কমলা: বাইডেন

By

Published : Jan 20, 2022, 10:26 AM IST

ওয়াশিংটন, 20 জানুয়ারি: 2024 সালে (US president election 2024 ) ফের আমেরিকার ভাইস প্রেসিডেন্ট পদের দৌড়ে শামিল হতে পারেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস (Kamala Harris will be running mate of Joe Biden in 2024)৷ মার্কিন রাষ্ট্রপতি হিসেবে এক বছর পূর্তিতে এমন সম্ভাবনার কথা জানালেন জো বাইডেন (US president Joe Biden)৷ তাঁর দাবি, আমেরিকার পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনে তিনি যদি লড়েন, তাহলে তাঁর রানিং মেট অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট পদের জন্য ফের লড়বেন কমলা ৷

রাষ্ট্রপতি হিসেবে এক বছর পূর্ণ করে ফেললেন জো বাইডেন (Joe Biden on Kamala Harris)৷ এই দিনেই কমলা হ্যারিসকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে ৷ ভোটাধিকার নিয়ে ভাইস প্রেসিডেন্টের কাজে কি তিনি সন্তুষ্ট ? 2024 সালেও কি কমলাই ভাইস প্রেসিডেন্ট পদের জন্য লড়বেন ? সাংবাদিকদের এই প্রশ্নের জবাব দিতে গিয়ে বাইডেন বলেন, "হ্যাঁ, হ্যাঁ ৷ এক নম্বর কথা হল, তিনিই আমার রানিং মেট হবেন ৷ আর দ্বিতীয় কথা হল, আমি তাঁকে দায়িত্ব দিয়েছি ৷ আমি মনে করি তিনি খুব ভাল কাজ করছেন ৷"

আরও পড়ুন:Kamala Harris : প্রথম মহিলা হিসাবে মার্কিন রাষ্ট্রপতি পদে কমলা হ্যারিস

কমলা হ্যারিস আমেরিকার প্রথম ভাইস প্রেসিডেন্ট যিনি একজন মহিলা, কৃষ্ণাঙ্গ এবং ভারতীয়-মার্কিন বংশোদ্ভূত ৷ ওকল্যান্ডে জন্ম তবে বেড়ে ওঠা ক্যালিফোর্নিয়ার বার্কলেতে ৷ তাঁর বাবা-মা ভারত ও জামাইকা থেকে ওয়াশিংটনে গিয়ে বসবাস শুরু করেছিলেন ৷ গত ডিসেম্বরে এ বিষয়ে হ্যারিস জানিয়েছিলেন, 2024 সালের নির্বাচন নিয়ে তাঁর সঙ্গে বাইডেনের কোনও কথা হয়নি ৷ তবে বাইডেন পরবর্তী নির্বাচনে না দাঁড়ালে তিনিও রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে থাকবেন না বলে জানিয়েছিলেন কমলা হ্যারিস ৷

আরও পড়ুন :ছোটোবেলায় কেমন ছিলেন কমলা ? জানালেন তাঁর মাসি

ABOUT THE AUTHOR

...view details