পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

প্রথম অ-শ্বেতাঙ্গ মহিলা হিসেবে অ্যামেরিকার ভাইস-প্রেসিডেন্টের দৌড়ে কমলা হ্যারিস - American Election

অ্যামেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে এই প্রথম কোনও অ-শ্বেতাঙ্গ ও এশীয়-অ্যামেরিকান ভাইস-প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে লড়বেন ।

Kamala Harris
কমলা হ্যারিস

By

Published : Aug 12, 2020, 2:28 PM IST

ওয়াশিংটন, 12 অগাস্ট : সামনেই প্রেসিডেন্ট নির্বাচন অ্যামেরিকায় । তার আগে ট্রাম্পকে টেক্কা দিতে এবার ভারতীয় বংশোদ্ভূত সেনেট কমলা হ্যারিসকে সঙ্গী হিসেবে বেছে নিলেন ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বিডেন । অ্যামেরিকার নির্বাচনের ইতিহাসে এই প্রথম কোনও অ-শ্বেতাঙ্গ ও এশীয়-অ্যামেরিকান ভাইস-প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে লড়বেন ।

অ্যামেরিকায় ভয়াবহ কোরোনা পরিস্থিতি । প্রতিদিনই 60 হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হচ্ছে । অনেকেরই মতে, দেশের এই পরিস্থিতি সামলাতে ব্যর্থ ট্রাম্প । যার জেরে প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে বেশ কিছুটা পিছিয়ে রিপাবলিকান দল । তার উপর কৃষাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যু গোঁদের উপর বিষ ফোঁড়া ।

এই পরিস্থিতিতে দিন যত এগিয়েছে তত পরিষ্কার হয়েছে ডেমোক্র্যাটদের ক্ষমতায় আসার বিষয়টি । প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে একসময় ডেমোক্র্যাটিক দলের একাধিক সেনেটের নাম উঠে আসে । সেই তালিকায় একসময় সামনের সারিতে ছিলেন কমলা হ্যারিস । পরে দলের অন্দরের সিদ্ধান্ত পরিবর্তন হওয়ায় প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে নাম উঠে আসে জো বিডেনের ।

নিজের দলের হলেও বিডেনকে একাধিক বিষয় নিয়ে কটাক্ষ করেছেন হ্যারিস । মতপার্থক্যও কম হয়নি । কিন্তু হঠাৎই সকলকে চমকে ভাইস -প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে তাঁকেই বেছে নিলেন ডো বিডেন । ওয়াকিবহল মহলের মতে, অ্যামেরিকায় বসবাসকারী ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভূত অ্যামেরিকানদের মধ্যে ট্রাম্প খুবই জনপ্রিয় । সেখানেই ট্রাম্পকে পিছনে ঠেলতে ভারতীয় বংশোদ্ভূত ক্যানিফোর্নিয়ার সেনেট কমলা হ্যারিসকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে বেছেছেন জো ।

অ-শ্বেতাঙ্গ মহিলা কমলাকে এই পদে বেছে নেওয়ায় শুভেচ্ছার বন্যা বয়েছে নেট দুনিয়ায় ।

ABOUT THE AUTHOR

...view details