ওয়াশিংটন, 7 নভেম্বর : হোয়াইট হাউজ় জো বাইডেনের । পেনসিলভ্যানিয়া প্রদেশ জিতে মোট 273 টি ইলেক্টোরাল পেয়ে গেলেন জো বাইডেন । অ্যামেরিকার 46 তম প্রেসিডেন্ট হতে চলেছেন তিনি । ভাইস প্রেসিডেন্ট হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভুত কমলা হ্যারিস ।
জয় নিশ্চিত হওয়ার পর টুইট করে অ্যামেরিকাবাসীকে ধন্যবাদ জানিয়েছেন বাইডেন । লিখেছেন, "আগামীদিনে আমাদের অনেক কঠিন কাজ করতে হবে । কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি সকল অ্যামেরিকাবাসীর প্রেসিডেন্ট হব । যাঁরা আমাকে ভোট দিয়েছেন তাঁদেরও , যাঁরা ভোট দেননি তাঁদেরও ।"
টুইটের সঙ্গে একটি গানের ভিডিয়োও আপলোড করেছেন তিনি । ভিডিয়োটির শেষে ফুটে উঠেছে "আ কান্ট্রি ফর অল অ্যামেরিকানস, আ ফিউচার ফর অল অ্যামেরিকানস, আ প্রেসিডেন্ট ফর অল অ্যামেরিকানস ।"
হোয়াইট হাউজ়ের পথ নিশ্চিত করতে দরকার ছিল 270 টি ইলেক্টোরালের । পেনসিলভ্যানিয়ায় গতকাল থেকেই এগিয়ে ছিলেন বাইডেন । আজ সকাল থেকেই সেই ব্যবধান আরও বাড়াতে থাকেন তিনি । তার আগে পর্যন্ত বাইডেনের পক্ষে ভোট ছিল 253 টি ইলেক্টোরাল । ট্রাম্পের ছিল তখনও 214 টি ইলেক্টোরাল । অ্যামেরিকার বিভিন্ন সংবাদমাধ্যমে গতকাল থেকেই বিশ্লেষকরা বলতে শুরু করেছিলেন, যা পরিস্থিতি, তাতে নির্ণায়ক ভূমিকা নিতে পারে পেনসিলভ্যানিয়া । সেখানে 20 টি ইলেক্টোরাল ভোট রয়েছে ।
অর্থাৎ, পরিস্থিতি এমন ছিল যে পেনসিলভ্যানিয়া জিতলেই বাইডেনের জন্য হোয়াইট হাউজ়ের রাস্তা ফাঁকা । হলও তাই । পেনসিলভ্যানিয়ার 20 টি ইলেক্টোরাল জিতে নেন বাইডেন । তাঁর দখলে আসে মোট 273 টি ইলেক্টোরাল । প্রসঙ্গত, 2016 সালের নির্বাচনে পেনসিলভ্যানিয়া ছিল ট্রাম্পের দখলে । তবে এবার পেনসিলভ্যানিয়া প্রদেশই শেষ হাসি হাসাল রিপাবলিকানদের ।
সংবাদসংস্থা AP প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, বাইডেনের পক্ষে রয়েছে 284 টি ইলেক্টোরাল ভোট । অ্যারিজ়োনাতেও বাইডেনকে জয়ী দেখাচ্ছে তারা । তবে অন্যান্য সংবাদ মাধ্যমগুলি দেখাচ্ছে, অ্যারিজ়োনার ভোট গণনার ফলাফল এখনও প্রকাশিত হয়নি ।