পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

US on Russia-Ukraine Crisis : রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবে না ন্যাটো গোষ্ঠী, স্পষ্ট করলেন বাইডেন - US and NATO Allies Would Not Fight Against Russia to Avoid World War Three

আমেরিকা বা ন্যাটো গোষ্ঠীর দেশগুলি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যাবে না বলে জানিয়ে দিলেন জো বাইডেন (US and NATO Allies Would Not Fight Against Russia) ৷ কারণ, এমনটা হলে তৃতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতি তৈর হবে ৷ যা আমেরিকা বা ন্যাটোর দেশগুলি কখনই চাইবে না (US and NATO Allies Would Not Fight Against Russia to Avoid World War Three) ৷ এমনকি রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র প্রয়োগ করলেও, আমেরিকা সরাসরি যুদ্ধে অংশ নেবে না ৷ তবে, অন্যান্য দিক থেকে রাশিয়াকে তার মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ৷

US and NATO Allies Would Not Fight Against Russia to Avoid World War Three
US and NATO Allies Would Not Fight Against Russia to Avoid World War Three

By

Published : Mar 12, 2022, 9:56 AM IST

ওয়াশিংটন, 12 মার্চ : মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলি ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবে না (US and NATO Allies Would Not Fight Against Russia to Avoid World War Three) ৷ এমনটাই জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, "তেমনটা হলে তৃতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে ৷" তবে, তিনি এও জানান, ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রতিটি অঞ্চল তাঁরা রক্ষা করবেন ৷

বাইডেন তাঁর বক্তব্যে জানিয়েছেন, "ইউরোপে আমাদের মিত্র দেশগুলির পাশে সবসময় থাকব এবং একটি প্রচ্ছন্ন বার্তা দিয়ে যাব ৷ আমরা ঐক্যবদ্ধভাবে ন্যাটো অন্তর্ভুক্ত প্রতিটি অঞ্চল রক্ষা করব (NATO Allies Will Protect There Every Territory in Europe) ৷" রাশিয়ার উপর বাড়তি নিষেধাজ্ঞা জারি করার পর একথা জানান মার্কিন প্রেসিডেন্ট ৷ তবে, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে আমেরিকা বা ন্যাটোর দেশগুলি যুদ্ধ করবে না বলে স্পষ্ট করে দিয়েছেন বাইডেন (US and NATO Allies Would Not Fight Against Russia) ৷ কারণ, ন্যাটো এবং রাশিয়ার মধ্যে সরাসরি যুদ্ধ বাধার অর্থ তৃতীয় বিশ্বযুদ্ধ, যা ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলি অবশ্যই এড়িয়ে চলবে বলে জানিয়েছেন তিনি ৷

এদিন বাইডেনকে প্রশ্ন করা হয়, রাশিয়া ইউক্রেনের উপর রাসায়নিক ক্ষেপণাস্ত্র প্রয়োগ করলে মার্কিন সেনাকে যুদ্ধে সামিল হতে ইন্ধন জোগাবে ? যার জবাবে বাইডেন বলেন, রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে মস্কোকে এর ভয়ানক মূল্য দিতে হবে ৷ প্রসঙ্গত, বৃহস্পতিবার হোয়াইট হাউসের মুখপাত্র জেন স্পাকি জানিয়েছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ইউক্রেনে সেনা পাঠানোর কোনও উদ্দেশ্য নেই ৷ এমনকি রাশিয়া ইউক্রেনের মাটিতে অপ্রচলিত অস্ত্র ব্যবহার করলেও না ৷

আরও পড়ুন : Ukraine Crisis : রুশ হামলাকারীদের বিরুদ্ধে হেট স্পিচে সম্মতি ফেসবুক, ইনস্টাগ্রামের

তবে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেছেন ৷ যেখানে আমেরিকার তরফে ইউক্রেনিয়ান নাগরিকদের মানবিক নিরাপত্তা এবং আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন বাইডেন ৷ তিনি জানান, প্রায় 2.1 মিলিয়ন অর্থাৎ, প্রায় 21 লক্ষ ইউক্রেনিয়ান প্রতিবেশী দেশগুলিতে আশ্রয় নিয়েছেন ৷ রাষ্ট্রসঙ্ঘের উদ্বাস্তু সংস্থার তরফে দেওয়া তথ্য এমনটাই জানাচ্ছে ৷

আরও পড়ুন : Russia may use chemical weapons : ইউক্রেনে রাসায়নিক অস্ত্রে আঘাত হানতে পারে রাশিয়া, সতর্ক করল আমেরিকা

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details