পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

"ওই মুহূর্ত কখনও ভুলব না", লাদেনকে খতমের দিন স্মরণ বাইডেনের - আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার

9/11-র প্রতিশোধ নিতে 2 মে, 2011-য় ওসামা বিন লাদেনকে খতম করার অভিযান চালিয়েছিল ওবামা সরকার ৷ সেই অভিযানের 10 বছর পূর্তিতে আফগানিস্তান থেকে সেনা সরানোর সিদ্ধান্তের প্রসঙ্গে সেই দিনের স্মৃতিচারণ করলেন প্রেসিডেন্ট জো বাইডেন ৷

ওসামা বিন লাদেনের অভিযানের স্মৃতিচারণে প্রেসিডেন্ট বাইডেন
ওসামা বিন লাদেনের অভিযানের স্মৃতিচারণে প্রেসিডেন্ট বাইডেন

By

Published : May 3, 2021, 8:15 AM IST

ওয়াশিংটন, 3 মে : "এমন একটা মুহূর্ত কোনওদিন ভুলব না", ওসামা বিন লাদেনকে ধরার অভিযানের দশ বছর পূর্ণ হওয়া নিয়ে এই মন্তব্য করেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ৷

2011-র 2 মে, পাকিস্তানের অ্যাবটাবাদ ৷ আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা-র আদেশে ওসামা বিন লাদেনকে হাতেনাতে ধরতে বা শেষ করতে তৈরি হল অপারেশন নেপচুন স্পিয়ার ৷ স্থানীয় সময় অনুযায়ী দুপুর নাগাদ ওসামার ঘাঁটিতে ঢুকে তাকে খতম করেছিল মার্কিন বাহিনী ৷ 2001-এর 11 সেপ্টেম্বর আমেরিকার টুইন টাওয়ার আক্রমণ করে ওসামা-বাহিনী ৷ আমেরিকাবাসীকে এর প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা ৷

আরও পড়ুন: চার দশকের প্রথা ভাঙল কেরল

সম্প্রতি বাইডেন সরকার আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা ঘোষণা করেছে ৷ আর সেই সিদ্ধান্ততে সিলমোহর দেওয়া প্রসঙ্গে তিনি এদিন ওসামা বিন লাদেনের প্রসঙ্গ উল্লেখ করেন ৷ হোয়াইট হাউজে তিনি বলেন, "আমরা লাদেনকে খুঁজতে নরকের দরজা অবধি গিয়েছি, আর ওকে ধরতে পেরেছিলাম ৷ 9/11-তে আপনজনদের হারিয়েছিলেন যাঁরা, তাঁদের দেওয়া কথা রেখেছিলাম ৷ আমেরিকা যুক্তরাষ্ট্র কখনো দেশের উপর আরেকটা আক্রমণ মেনে নেবে না ৷"

এ বছরের সেপ্টেম্বরেই আফগানিস্তান থেকে সেনা ফিরিয়ে নেবে ওয়াশিংটন ৷ এই প্রসঙ্গে প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশংসা করে তিনি বলেন, "ইন্টেলিজেন্স বিশেষজ্ঞরা অনেক পরিশ্রম করে ট্র্যাক করেছিলেন ৷ এই অভিযানে বারাক ওবামার স্বচ্ছতা, দৃঢ় বিশ্বাস, ওই জায়গায় ইন্টেলিজেন্স দলের সাহস আর দক্ষতা, ওই মুহূর্ত আমি কখনও ভুলব না ৷"

আর আফগানিস্তান প্রসঙ্গে বলেন, "ওখানে আল-কায়দা অনেকটাই অবদমিত হয়েছে ৷ কিন্তু আমেরিকা নজর রাখবে পরিস্থিতির উপর ৷ আফগানিস্তানের অবস্থা আর সেখান থেকে কোনও হুমকি আসছে কি না, সে দিকে লক্ষ্য রাখা হবে ৷ যে সব জঙ্গি সংগঠন আমাদের দেশকে ভয় দেখাবে, তাদের মোকাবিলা করব ৷ এ বিষয়ে বিশ্বের অন্য বন্ধু দেশগুলির সঙ্গে একযোগে কাজ করব ৷"

ABOUT THE AUTHOR

...view details