পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

ভোটগণনা প্রক্রিয়া বন্ধ রাখার জন্য মিশিগান কোর্টে পিটিশন ট্রাম্পের

AMERICAN PRESIDENTIAL ELECTION ২০২০
অ্যামেরিকার প্রেসিডেন্সিয়াল নির্বাচন 2020

By

Published : Nov 5, 2020, 6:32 AM IST

Updated : Nov 5, 2020, 11:05 PM IST

23:04 November 05

অ্যামেরিকায় চলছে ভোট গণনা । গণনা শুরুর পর থেকে একে অপরকে টক্কর দিয়েছেন জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প । কিন্তু একের পর এক আসনে জিতে ট্রাম্পকে পিছনে ফেলে এগিয়ে রয়েছেন বাইডেন ।

  • ফিলাডেলফিয়ায় পেনসিলভানিয়া কনভেনশন সেন্টারের বাইরে ট্রাম্পের সমর্থকদের বিক্ষোভ ।

20:47 November 05

  • সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, 253 টি ইলেক্টরাল ভোট পেয়ে এগিয়ে রয়েছে জো বাইডেন । অন্যদিকে 214 টি ভোট পেয়েছেন ট্রাম্প ।

20:46 November 05

  • "নির্বাচনী গণনা বন্ধ করা হোক ।" টুইট ডোনাল্ড ট্রাম্পের । জো বাইডেনের টুইটের পরপরই ট্রাম্পের এই টুইট ।

20:45 November 05

  • নির্বাচনী পর্যবেক্ষকরা বলছেন, ডোনাল্ড ট্রাম্প ভোট জালিয়াতির যে অভিযোগ এনেছেন, তার কোনও প্রমাণ পাওয়া যায়নি ।
  • নেভাদায় ভোট জালিয়াতির অভিযোগ রিপাবলিকানদের । নেভাদায় থাকেন না এমন প্রায় 10 হাজার মানুষের ভোট গণনা করা হয়েছে বলে অভিযোগ । এই নিয়ে আদালতে যাওয়ার পরিকল্পনা করছে রিপাবলিকানরা ।
  • ভোটগণনা প্রক্রিয়া বন্ধ রাখার জন্য মিশিগান কোর্টে পিটিশন জমা করলেন ডোনাল্ড ট্রাম্প ।
  • নিউ ইয়র্কের ম্যানহ্যাটেন শহরে নিরাপত্তারক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ । ঘটনায় 60 জনকে গ্রেপ্তার করা হয়েছে । বেশ কয়েকজনের থেকে ছুড়ি, M-80 বিস্ফোরক উদ্ধার করা হয়েছে ।
  • ফিলাডেলফিয়ায় ব্যালটের ভোটগণনা প্রক্রিয়ায় জালিয়াতি করা হচ্ছে । দাবি ডোনাল্ড ট্রাম্পের পুত্র এরিক ট্রাম্পের ।

20:44 November 05

  • "প্রতিটি ভোট যেন গোনা হয় ।" টুইট জো বাইডেনের । টুইটটির সঙ্গে তাঁর সমর্থকদের ছবি-সহ একটি ছোটো ভিডিয়োও সংযোজিত করেছেন তিনি ।
  • নির্বাচনের গণনায় যাতে কোনওরকম সাইবার হানা না হয়, তা নিশ্চিত করতে বদ্ধপরিকর নির্বাচনী আধিকারিকরা । জারি করা হয়েছে কড়া সতর্কতা ।

17:12 November 05

  • সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, 253 টি ইলেক্টরাল ভোট পেয়ে এগিয়ে রয়েছে জো বাইডেন । অন্যদিকে 214 টি ভোট পেয়েছেন ট্রাম্প ।
  • অ্যারিজ়োনার পাশাপাশি জর্জিয়া ও পেনসিলভ্যানিয়াতেও হাড্ডাহাড্ডি লড়াই চলছে । পেনসিলভ্যানিয়াতে ট্রাম্পের থেকে নিজের ব্যবধান কমাতে শুরু করেছেন বাইডেন । শেষ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ট্রাম্পের থেকে দেড় লাখ ভোট পিছিয়ে রয়েছেন । এখনও পর্যন্ত 89 শতাংশ ভোট গণনা হয়ে গেছে । বিশেষজ্ঞদের মতে সাম্প্রতিক ট্রেন্ড দেখলে, ট্রাম্পকে সহজেই পিছনে ফেলে দিতে পারেন বাইডেন ।
  • হাড্ডাহাড্ডি টক্কর চলছে নেভাদাতেও ।
  • অ্যারিজ়োনায় কমছে ভোটের ব্যবধান । খুব সামান্য ব্যবধানে ট্রাম্পের থেকে এগিয়ে রয়েছেন জো বাইডেন ।
  • অ্যারিজ়োনার ম্যারিকোপা কাউন্টি সবথেকে জনবহুল । মাত্র 10 হাজারের কিছু বেশি ভোটে সেখানে এগিয়ে রয়েছেন বাইডেন ।
  • এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ম্যারিকোপা কাউন্টিতে বাইডেন পেয়েছেন 9 লাখ 12 হাজার 585 টি ভোট । ট্রাম্প এখনও পর্যন্ত পেয়েছেন 8 লাখ 38 হাজার 71 টি ভোট ।
  • অ্যারিজ়োনায় বাইডেনের পক্ষে এখনও পর্যন্ত 14 লাখ 69 হাজার 341 টি ভোট পড়েছে । অন্যদিকে ট্রাম্পের পক্ষে ভোট পড়েছে 14 লাখ 951 টি ।
  • মিশিগান থেকে হাউজ় অফ রিপ্রেসেন্টেটিভ হিসাবে নির্বাচিত হয়েছেন  ভারতীয় বংশোদ্ভুত শ্রী থানেদার । 93 শতাংশ ভোট পেয়েছেন তিনি । শ্রী থানেদার একজন ব্যবসায়ী হওয়ার পাশাপাশি একজন বৈজ্ঞানিকও ।
  • নির্বাচন পরবর্তী হিংসা রুখতে অরেগনের পোর্টল্যান্ডে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে ।
  • LGBT গোষ্ঠীর অনেকেই কংগ্রেসে নির্বাচিত হয়েছেন । দা হিল নিউজ় ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত 9 জন LGBT গোষ্ঠীর প্রতিনিধি এই বছরে নির্বাচিত হয়েছেন । এদের মধ্যে সাতজন হাউজ়ে ও দু'জন সেনেটে নির্বাচিত হয়েছে ।
  • অ্যারিজ়োনা ক্যাপিটল ও ম্যারিকোপা কাউন্টিতে ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের বিক্ষোভ ।
  • অ্যামেরিকার বিভিন্ন শহরে রাস্তার দখল নিয়েছে ট্রাম্পের সমর্থকরা । চলছে প্রতিবাদ-বিক্ষোভ ।

12:55 November 05

  • 253 ইলেক্টোরাল ভোট পেয়ে এগিয়ে রয়েছেন বাইডেন । অন্যদিকে ট্রাম্প পেয়েছে 214টি ভোট

12:19 November 05

  • ট্রাম্পের ভোট গণনা বন্ধের হুঁশিয়ারি উড়িয়ে দিয়ে পেনসিলভেনিয়ার গভর্নর জানালেন, "গণনা চলবে" ।

11:06 November 05

  • "বিল্ড ব্যাক বেটার স্টেট" নামে একটি ওয়েবসাইটের উদ্বোধন করলেন জো বাইডেন

11:06 November 05

  • প্যারিস ক্লাইমেট চুক্তি থেকে অ্যামেরিকার বেরিয়ে যাওয়া নিয়ে ট্রাম্পকে কটাক্ষ বাইডেনের

08:13 November 05

  • পেনসিলভেনিয়া ও মিশিগানে গণনা স্থগিতের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা রিপাবলিকানদের

06:25 November 05

  • প্রেসিডেন্সিয়াল নির্বাচনে তিনি জয়ী হবেন । আত্মবিশ্বাসী জো বাইডেন ।

06:22 November 05

  • ম্যানহ্যাটনে সমস্ত ভোটের গণনার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন ।

06:22 November 05

  • নির্বাচন নিয়ে বিভ্রান্তিমূলক পোস্টের অভিযোগে ট্রাম্পের টুইট ডিলিট করল টুইটার ।

06:22 November 05

  • 12 নভেম্বর পর্যন্ত উত্তর ক্যারোলিনায় ভোট গণনা চলবে ।

06:02 November 05

  • মিশিগান ও উইসকনসিনের ভোট নিয়ে চ্যালেঞ্জ জানালেন ডোনাল্ড ট্রাম্প ।
Last Updated : Nov 5, 2020, 11:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details