পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

নির্বাচিত হয়েই ঐক্যবদ্ধ অ্যামেরিকা গড়ার ডাক বাইডেনের - প্রেসিডেন্ট জো বাইডেন

"আমি এমন এক প্রেসিডেন্ট হতে চাই যিনি দেশকে ভাঙবেন না, বরং জুড়তে চান । দেশকে লাল ও নীল প্রদেশে ভাগ করা নয়, বরং আমার লক্ষ্য শুধু অ্যামেরিকা ।" বললেন বাইডেন ।

Joe Biden and Kamala Harris on 1st address to US
Joe Biden and Kamala Harris on 1st address to US

By

Published : Nov 8, 2020, 8:26 AM IST

Updated : Nov 8, 2020, 8:55 AM IST

ওয়াশিংটন, 8 নভেম্বর : জয়ের পর অ্যামেরিকাবাসীর উদ্দেশে প্রথম ভাষণ দিলেন প্রেসিডেন্ট জো বাইডেন । সঙ্গে ছিলেন কমলা হ্যারিসও । সেখানে ঐক্যবদ্ধ অ্যামেরিকা গড়ে তোলার কথা বলেন তিনি ।

প্রেসিডেন্ট হিসেবে জাতির উদ্দেশে প্রথম ভাষণে জো বাইডেন বলেন, "আমি এমন এক প্রেসিডেন্ট হতে চাই যিনি দেশকে ভাঙবেন না, বরং জুড়তে চান । দেশকে লাল ও নীল প্রদেশে ভাগ করা নয়, বরং আমার লক্ষ্য শুধু অ্যামেরিকা । দেশবাসীর পূর্ণ আস্থা অর্জনের উদ্দেশ্যে মন দিয়ে কাজ করতে চাই ।"

প্রথম ভাষণে প্রেসিডেন্ট বাইডেন

এদিকে অ্যামেরিকার প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস বক্তব্য পেশ করতে গিয়ে বলেন, "অ্যামেরিকায় নতুন দিনের সূচনা হল । আজকে এখানে আমার উপস্থিতির জন্য সবচেয়ে বেশি যার অবদান, আমার মা শ্যামলা গোপালন হ্যারিসের প্রতি কৃতজ্ঞ । 19 বছর বয়সে তিনি যখন ভারত থেকে এখানে এসেছিলেন তখন সম্ভবত এই মুহূর্তটি তিনি কল্পনাও করতে পারেননি ।"

বক্তব্য রাখছেন কমলা হ্যারিস

তিনি আরও বলেন, "এই মুহূর্তে আমার মা ও তাঁর প্রজন্মের সকল মহিলা, কৃষ্ণাঙ্গ নারী, এশিয়ান, হোয়াইট, ল্যাটিন, স্থানীয় অ্যামেরিকান মহিলাদের স্মরণ করতে চাই যাঁরা আমাদের জাতির ইতিহাসে আজকের এই মুহূর্তটির জন্য পথ সুগম করেছেন ।"

মোট 273টি ইলেক্টোরাল পেয়ে প্রেসিডেন্সিয়াল নির্বাচনে জিতে যান জো বাইডেন । অ্যামেরিকার 46তম প্রেসিডেন্ট হতে চলেছেন তিনি । ভাইস প্রেসিডেন্ট হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভুত কমলা হ্যারিস ।

Last Updated : Nov 8, 2020, 8:55 AM IST

ABOUT THE AUTHOR

...view details