উইলমিংটন (অ্যামেরিকা), 7 নভেম্বর : চলছে অ্যামেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগণনা পর্ব । বাইডেনের পক্ষে রয়েছে 253 টি ইলেক্টোরাল ভোট । অন্যদিকে ট্রাম্পের পক্ষে রয়েছে 214 টি ইলেক্টোরাল ভোট । হোয়াইট হাউজ়ে পৌঁছানোর জন্য লাগবে 270 টি ভোট । অ্যামেরিকার সাম্প্রতিক ট্রেন্ড বলছে, খুব বড়সড় কোনও অঘটন না ঘটলে, গদি ছাড়তে হচ্ছে ট্রাম্পকে । পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার পথে অনেকটাই এগিয়ে রয়েছেন জো বাইডেন ।
পেনসিলভ্যানিয়ার বর্তমান যা পরিস্থিতি তাতে ট্রাম্পের হোয়াইট হাউজ়ে ফেরার পথ আরও সংকীর্ণ হচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা । এদিকে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাইডেনও । অ্যামেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর আগামীদিনগুলিতে তাঁর দায়িত্ব কী হবে, সেই সংক্রান্ত বক্তব্য গতরাতেই পেশ করেন তিনি । বললেন, "প্রতিটি মানুষের জন্য আমি কাজ করব ।"