পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

ভারতে আত্মঘাতী হামলার ছক কষেছিল ISIS, জানালেন মার্কিন আধিকারিক - ভারতে আত্মঘাতী হামলার ছক কষেছিল ISIS

গত বছর ভারতে ISIS-এর খোরশান গোষ্ঠী আত্মঘাতী হামলার ছক কষেছিল । আজ এই চাঞ্চল্যকর তথ্য জানালেন অ্যামেরিকার আমেরিকার কাউন্টার টেররিজ়মের ভারপ্রাপ্ত আধিকারিক ও জাতীয় গোয়েন্দা বিভাগের নির্দেশক ট্র্যাভারস্ ।

ISIS

By

Published : Nov 6, 2019, 5:54 PM IST

ওয়াশিংটন, 6 নভেম্বর : গত বছরে ভারতে আত্মঘাতী হামলার ছক কষেছিল ISIS - এর খোরসান গোষ্ঠী । মার্কিন সেনেটর ম্যাগি হাসানের প্রশ্নের উত্তরে এই কথা জানান ট্র্যাভারস নামে এক মার্কিন গোয়েন্দা আধিকারিক । ISIS এর সমস্ত শাখা সংগঠনের মধ্যে ISIS -এর খোরসান গোষ্ঠী সবচেয়ে ভয়ঙ্কর । দক্ষিণ এশিয়ায় সন্ত্রাস চালানো এই সংগঠনের কাজ ।

গত বছর ভারতে ISIS-এর খোরশান গোষ্ঠী আত্মঘাতী হামলার ছক কষেছিল । আজ এই চাঞ্চল্যকর তথ্য জানালেন অ্যামেরিকার আমেরিকার কাউন্টার টেররিজ়মের ভারপ্রাপ্ত আধিকারিক ও জাতীয় গোয়েন্দা বিভাগের নির্দেশক ট্র্যাভারস্ । মার্কিন সেনেটর ম্যাগি হাসানের এক প্রশ্নের উত্তরে এ কথা জানান তিনি । কিন্তু জঙ্গি গোষ্ঠীর এই চক্রান্ত ব্যর্থ হয় ।

আফগানিস্তান ও পাকিস্তানে সফরে গিয়েছিলেন মার্কিন সেনেটর ম্যাগি হাসান । ISIS-এর খোরসান গোষ্ঠীর বাড়বাড়ন্ত মার্কিন সেনাবাহিনীকে চিন্তায় ফেলেছিল । এই জঙ্গি গোষ্ঠীর অ্যামেরিকায় হামলা চালানোর পরিকল্পনা আছে । ট্র্যাভারস জানান, সিরিয়া ও ইরাকে ISIS-এর খোরসান গোষ্ঠীর বিরুদ্ধে সাফল্য পেলেও মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা যথেষ্ট চিন্তায় রেখেছে । কয়েক বছর আগে তৈরি হয় এই সংগঠন । আলকায়দার নেটওয়ার্ক আফগানিস্তান ও পাকিস্তানে এখনও সক্রিয় । সেটাও অ্যামেরিকা ও ভারতের কাছে যথেষ্ট চিন্তার কারণ ।

ABOUT THE AUTHOR

...view details