পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

কুকুরের মতো মৃত্যু হয়েছে বাগদাদির : ডোনাল্ড ট্রাম্প - CIA

অ্যামেরিকার সেনা অভিযানে নিহত হয়েছে ISIS প্রধান আবু বকর আল বাগদাদি ।

isis

By

Published : Oct 27, 2019, 4:08 PM IST

Updated : Oct 27, 2019, 11:03 PM IST

ওয়াশিংটন, ২৭ অক্টোবর : 'একটু আগেই বড় একটা কিছু ঘটে গেছে' বলে টুইট করেছিলেন তিনি নিজেই । হোয়াইট হাউজ়ের তরফেও জানানো হয়, বড় ঘোষণা করতে চলেছেন অ্যামেরিকার প্রেসিডেন্ট । আর কয়েক ঘণ্টা পর তিনি যা জানালেন তা সত্যিই "বড়" । জানালেন, উত্তর-পশ্চিম সিরিয়ায় মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে কুকুরের মতো মৃত্যু হয়েছে ISIS নেতা আবু বকর অল বাগদাদির ।

কীভাবে বাগদাদির মৃত্যু হয়েছে তার বিবরণও দেন মার্কিন প্রেসিডেন্ট । বলেন, সেনাবাহিনীর তাড়া খেয়ে একটু সুড়ঙ্গে ঢুকে পড়েছিল সে । ছুটতে ছুটতে সে গোঙাচ্ছিল, কাঁদছিল ও চিৎকার করছিল । শেষে আত্মঘাতী বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দিতে বাধ্য হয় সে । সঙ্গে মৃত্যু হয় তার তিন ছেলেরও । এই অভিযানে বাগদাদি ও তার সন্তানরা ছাড়াও একাধিক ISIS জঙ্গিরও মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প ।

কীভাবে চালানো হয় অভিযান ? দীর্ঘক্ষণ হেলিকপ্টারে তল্লাশি চালানোর পর খোঁজ পাওয়া যায় ISIS প্রধানের । তিনি বলেন, তল্লাশি শুরুর ৪৮ ঘণ্টা আগেই নাকি সেখানে পৌঁছায় বাগদাদি। এই অভিযানে রাশিয়া, সিরিয়া, তুর্কি ও ইরাক-ও যে সাহায্য করেছে তা জানাতে ভোলেননি তিনি । মার্কিন প্রেসিডেন্টের কথায়, রাতে বিশেষ বাহিনী এক বিপজ্জনক অভিযানকে পরিণতি দিয়েছে ।

এই খবরে ISIS জঙ্গিগোষ্ঠী শুধু আরও কোণঠাসাই হবে না, তাঁর সমালোচকদেরও ট্রাম্প যথাযথ উত্তর দিয়েছেন বলে মনে করছেন অনেকে । সঙ্গে আশঙ্কার মেঘ কেটেছে অনেকের মন থেকেই । কারণ সিরিয়া থেকে সেনার একটা অংশকে প্রত্যাহারের সিদ্ধান্তে অনেকেই আশঙ্কিত হয়ে পড়েছিল । এর ফলে ISIS-এর স্লিপার সেল ফের সক্রিয় হয়ে উঠতে পারে বলে আশঙ্কাপ্রকাশ করেছিলেন অনেকেই । কিন্তু, সবকিছুর উত্তর দিয়ে দিল এই অভিযান ।

এই বিপজ্জনক অভিযানে বাগদাদি ও একাধিক ISIS জঙ্গির মৃত্যু হলেও বিশেষ বাহিনীর কোনও জওয়ানের হতাহতর খবর নেই বলে জানিয়েছেন তিনি । তবে বাগদাদির দেহের পাশেই একটি সেনা কুকুরের দেহ পাওয়া গেছে ।

২০১৪ সালে একবারই প্রকাশ্যে দেখা গিয়েছিল বাগদাদিকে । এরপর একাধিকবার বাগদাদির মৃত্যুর খবর ছড়িয়েছিল । কিন্তু, তা যে সত্যি নয় পরে তা প্রমাণিত হয় । চলতি বছরেই তার একটি অডিয়ো বার্তা ছড়িয়ে পড়ে । যেখানে অনুগামীদের কিছু নির্দেশ দিতে শোনা যায় তাকে । এবার আর শেষরক্ষা হল না । অ্যামেরিকার বাহিনীর হাতে মৃত্যু হল তার । আর ট্রাম্পের কথা অনুযায়ী, "বিশ্ব এখন অনেক নিরাপদ" ।

Last Updated : Oct 27, 2019, 11:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details