ওয়াশিংটন, ২৭ অক্টোবর : 'একটু আগেই বড় একটা কিছু ঘটে গেছে' বলে টুইট করেছিলেন তিনি নিজেই । হোয়াইট হাউজ়ের তরফেও জানানো হয়, বড় ঘোষণা করতে চলেছেন অ্যামেরিকার প্রেসিডেন্ট । আর কয়েক ঘণ্টা পর তিনি যা জানালেন তা সত্যিই "বড়" । জানালেন, উত্তর-পশ্চিম সিরিয়ায় মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে কুকুরের মতো মৃত্যু হয়েছে ISIS নেতা আবু বকর অল বাগদাদির ।
কীভাবে বাগদাদির মৃত্যু হয়েছে তার বিবরণও দেন মার্কিন প্রেসিডেন্ট । বলেন, সেনাবাহিনীর তাড়া খেয়ে একটু সুড়ঙ্গে ঢুকে পড়েছিল সে । ছুটতে ছুটতে সে গোঙাচ্ছিল, কাঁদছিল ও চিৎকার করছিল । শেষে আত্মঘাতী বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দিতে বাধ্য হয় সে । সঙ্গে মৃত্যু হয় তার তিন ছেলেরও । এই অভিযানে বাগদাদি ও তার সন্তানরা ছাড়াও একাধিক ISIS জঙ্গিরও মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প ।
কীভাবে চালানো হয় অভিযান ? দীর্ঘক্ষণ হেলিকপ্টারে তল্লাশি চালানোর পর খোঁজ পাওয়া যায় ISIS প্রধানের । তিনি বলেন, তল্লাশি শুরুর ৪৮ ঘণ্টা আগেই নাকি সেখানে পৌঁছায় বাগদাদি। এই অভিযানে রাশিয়া, সিরিয়া, তুর্কি ও ইরাক-ও যে সাহায্য করেছে তা জানাতে ভোলেননি তিনি । মার্কিন প্রেসিডেন্টের কথায়, রাতে বিশেষ বাহিনী এক বিপজ্জনক অভিযানকে পরিণতি দিয়েছে ।