পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Bangladesh Violence: হাসিনার কাছে বাংলাদেশের হিংসা নিয়ে কড়া পদক্ষেপের দাবি তুলল ইসকনের মার্কিন কার্যালয়

অষ্টমীর দিন থেকে বাংলাদেশে হিংসা ছড়াতে শুরু করেছে ৷ পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে রয়েছে ৷ নোয়াখালির ইসকন মন্দিরেও ভাঙচুর হয়েছে বলে অভিযোগ ৷ এই নিয়ে বিবৃতি দিল ইসকনের মার্কিন কার্যালয় ৷

iscon-from-us-calls-upon-hasina-to-ensure-bangladesh-minorities-safety
Bangladesh Violence: হাসিনার কাছে বাংলাদেশের হিংসা নিয়ে কড়া পদক্ষেপের দাবি তুলল ইসকনের মার্কিন কার্যালয়

By

Published : Oct 18, 2021, 6:58 PM IST

ম্যারিল্যান্ড (মার্কিন যুক্তরাষ্ট্র), 18 অক্টোবর : বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এবার সরব হল ইসকনের (ISKCON) মার্কিন কার্যালয় ৷ সেখান থেকে রবিবার তাদের তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে ৷ যেখানে বাংলাদেশের হিংসা (Bangladesh Violence) বন্ধে শেখ হাসিনার কাছে কড়া ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে ৷

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার চলছে ৷ যেভাবে ইসকনের মন্দির ভাঙচুর করা হয়েছে ৷ সদস্যদের মারধর হয়েছে, তাতে তারা ব্যথিত ৷ তাই তাদের আর্জি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Bangladesh Prime Minister Sheikh Hasina) যেন এই বিষয়ে কড়া পদক্ষেপ করেন ৷ আর কোনও দোষীদের যেন ছাড়া না হয় ৷ তারা যেন উপযুক্ত শাস্তি পায় ৷

আরও পড়ুন :Nabanna: বাংলাদেশের অশান্তির আঁচ যেন বাংলায় না পড়ে, নবান্নের তরফে সতর্কবার্তা

গত বুধবার অষ্টমীর দিন থেকে বাংলাদেশে হিংসা ছড়াতে শুরু করেছে ৷ অভিযোগ, ওই দেশের কুমিল্লার একটি পুজো মণ্ডপে ভাঙচুরের পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে ৷ সেখানে এখনও পর্যন্ত বহু পুজো মণ্ডপ, মন্দিরে ভাঙচুর চালানো হয়েছে ৷ বিভিন্ন এলাকায় বাড়িও ভাঙচুর চালানো হচ্ছে ৷ বহু মানুষও আক্রান্ত ৷

সেই তালিকায় রয়েছে নোয়াখালির একটি ইসকন মন্দিরও ৷ যেখানে হামলার সময় দু’জন ভক্ত পার্থচন্দ্র দাস ও যতনচন্দ্র সাহা নামে দু’জনকে খুন করা হয় বলে অভিযোগ ৷ ইসকনের মার্কিন কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে নিহতদের আত্মার শান্তি কামনা করা হয়েছে ৷

আরও পড়ুন :ISKCON Protest : বাংলাদেশের হিংসার প্রতিবাদে সোচ্চার মায়াপুর ইসকনের ভক্তরা

পাশাপাশি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি নিমাইচন্দ্র দাস নামে আর একজন ৷ বিবৃতিতে তাঁর দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে ৷ বাংলাদেশের সমস্ত নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি করা হয়েছে ওই বিবৃতিতে ৷ বাংলাদেশের ঘটনা নিয়ে অনেকেই প্রতিবাদে সরব ৷ ভারতে ইসকনের সদর কার্যালয় মায়াপুর থেকেও এর প্রতিবাদ করা হয়েছে ৷ বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে ৷

আরও পড়ুন :Bangladesh Violence : নোয়াখালিতে ইসকন মন্দিরে হামলা, পুকুরে মিলল দেহ

ABOUT THE AUTHOR

...view details