কলকাতা, 11 সেপ্টেম্বর : কুড়ি বছর ৷ 2001 সালের 11 সেপ্টেম্বর থেকে 2021 সালের 11 সেপ্টেম্বর ৷ স্বাভাবিক নিয়মে বদলে গিয়েছে বিশ্বের অনেক কিছু ৷ তার ব্যতিক্রম নয় মার্কিন যুক্তরাষ্ট্র ৷ বরং বলা যায় 2001 সালের ওই একটা দিনের পর থেকে গত 20 বছরে একটু একটু করে বদলেছে মার্কিন যুক্তরাষ্ট্র ৷ কেমন সেই বদল, দেখে নেওয়া যাক -
আরও পড়ুন :Blinken to Taliban : আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করতে হবে, তালিবানকে কড়া বার্তা মার্কিন বিদেশ সচিবের
আরব ও মুসলিম বিশ্বের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক
আরব ও মুসলিম বিশ্বের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক 9/11-এর পর একেবারে বদলে গিয়েছে ৷ মূলত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইকে কেন্দ্র করেই এই সম্পর্ক গত 20 বছরে আবর্তিত হয়েছে ৷ তার আগে বিশ্বের ওই অংশের সঙ্গে সোভিয়েতের প্রভাবের কথা মাথায় রেখে সম্পর্ক তৈরি করত মার্কিন যুক্তরাষ্ট্র ৷ কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে মার্কিন প্রশাসন দেখত সন্ত্রাসবাদে কার কী ভূমিকা রয়েছে, সেই দৃষ্টিকোণ থেকে ৷ এর জেরে আরব ও মুসলিম বিশ্বের সঙ্গে অনেক পক্ষপাতিত্বও করেছে তারা ৷
আরও পড়ুন :Afghanistan : তালিবান সরকারকে স্বীকৃতি দেওয়ার জন্য তাড়াহুড়ো নয় : হোয়াইট হাউস
ধারণায় বদল
পার্ল হারবারের ঘটনার পর 9/11 ছিল মার্কিন যুক্তরাষ্ট্র হওয়া প্রথম কোনও সন্ত্রাসবাদী হামলা ৷ এই ঘটনা পুরো দেশের ভাবনাচিন্তার বদল ঘটিয়েছিল ৷ প্রশাসনিক স্তরে তো হয়েইছিল ৷ একই সঙ্গে মানুষের মধ্যেও হয়েছিল ৷ প্রশাসনিকভাবে বিদেশনীতিতে অনেক বদল এসেছিল ৷ ভিসা দেওয়ার ক্ষেত্রে অনেক কড়াকড়ি শুরু হয় ৷ আবার জনমানসে কিছু ভয়ের বাতাবরণ তৈরি করেছিল ৷ মাদ্রাসা, শরিয়ত এগুলিকে আমেরিকানদের অধিকাংশই বিপজ্জনক মনে করতে শুরু করে ৷ যা অনেক সময় অনেক সমস্যাও তৈরি করেছে ৷
আরও পড়ুন :Afghanistan Situation : আফগানিস্তান নিয়ে বাড়ছে উদ্বেগ, মার্কিন ও রুশ শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক ডোভালের
যুদ্ধই সবকিছুর সমাধান নয়
9/11 হামলার শিকার হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র পালটা জবাব দিতে মরিয়া হয়ে উঠেছিল ৷ তার ফলেই আফগানিস্তানে যুদ্ধ শুরু তালিবান ও আল কায়দার বিরুদ্ধে ৷ ইরাকেও যুদ্ধ হয়েছে একই ভাবে ৷ কিন্তু এতে খরচ হয়েছে কোটি কোটি ডলার ৷ লাভ যে কিছুই হয়নি, তার প্রমাণ আফগানিস্তান ৷ মার্কিন যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করার আগেই গোটা দেশ চলে গিয়েছে তালিবানের দখলে ৷ সেখানকার সাধারণ মানুষের পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠেছে ৷ ফলে যুদ্ধই যে সব সমস্যার সমাধান নয়, তা এখন স্পষ্টই বোঝা যাচ্ছে ৷ মার্কিনরাও বোধহয় আগেই বিষয়টি বুঝেছিলেন, সেই কারণে সেই ওবামার সময় যুদ্ধ ইতি টানার চেষ্টা চালাচ্ছিল আমেরিকা ৷ যে কাজে শেষ পর্যন্ত সফল হলেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷
আরও পড়ুন :Taliban Cabinet : নারীবর্জিত তালিব সরকারের মাথায় রাষ্ট্রসংঘের তালিকাভুক্ত জঙ্গি, রয়েছেন এফবিআই-এর মোস্ট ওয়ান্টেডও
সুপার পাওয়ার আমেরিকা !
মার্কিন যুক্তরাষ্ট্র এক সময় সারা বিশ্বে সুপার পাওয়ার হিসেবে বিবেচিত হত ৷ কিন্তু গত 20 বছরে সেই পরিস্থিতি অনেকটা বদলেছে ৷ আফগানিস্তান, ইরাকে যুদ্ধ করার মাশুল গুনছে বাইডেনের দেশ ৷ এখন অর্থনীতি-সহ বিভিন্ন দিক থেকে আমেরিকাকে নিয়মিত লড়াই করতে হচ্ছে চিনের সঙ্গে ৷ পাশাপাশি রাশিয়াও অনেকটাই শক্তি সঞ্চয় করে ফেলেছে ৷ এক সময় মার্কিনরা নিজেদের অপ্রতিরোধ্য মনে করতেন ৷ সেই পরিস্থিতি এখন অনেকটাই বদলেছে ৷ বরং পরিস্থিতি যে দিকে যাচ্ছে, তাতে আগামী বিশ বছর পর মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের আর পাঁচটা দেশের সঙ্গে একই সারিতে চলে আসবে বলেই মনে করেন বিশেষজ্ঞরা ৷
আরও পড়ুন :Afghanistan : তালিবানের সঙ্গে সমস্যা মিটিয়ে ব্যবস্থা নেবে চিন, নিশ্চিত বাইডেন