তেহরান, 5 জানুয়ারি : অ্যামেরিকার বিমান অভিযানের তীব্র সমালোচনা করলেন ইরানের মন্ত্রী ৷ অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, তাদের হিটলিস্টে রয়েছে ইরানের 52টি এলাকা ৷ এবার এরই পাল্টা হুঁশিয়ারি ইরানের মন্ত্রী ৷ বললেন, কেউ ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিলে, প্রত্যাঘাত করতে প্রস্তুত ইরান ৷ এদিকে গতকাল সোলেইমানির শেষযাত্রায় পা মিলিয়েছিলেন হাজার হাজার মানুষ ৷ সেই মিছিলেই স্লোগান উঠল 'অ্যামেরিকার মৃত্যু হোক' ৷
সোলেইমানির পোস্টার, প্ল্যাকার্ড হাতে কয়েক লক্ষ মানুষ পদযাত্রায় শামিল হন গতকাল। কফিনগুলি প্রথমে নিয়ে যাওয়া হয় উত্তর বাগদাদের একটি শিয়া তীর্থস্থানে। সেখান থেকে বিশাল পদযাত্রা হয় কারবালা শহরে। সোলেমানি বাদে অন্য নিহত সেনাদের শেষকৃত্য হয়েছে নজ়ফ শহরে। তার পরেই সোলেইমানির মরদেহ পাঠানো হয় ইরানে। সেই পদযাত্রা থেকেই স্লোগান তোলা হয় 'অ্যামেরিকা দূর হটো', 'অ্যামেরিকার মৃত্যু হোক' ৷ অ্যামেরিকা বিরোধী পোস্টারে ছেয়ে যায় মিছিল ৷ মিছিলে উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্বরাও ৷