পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

ভারতের মতো আদর্শ বিনিয়োগের পরিবেশ কোথাও নেই, শিল্পপতিদের বার্তা অর্থমন্ত্রীর

ভারতের তুলনায় বিনিয়োগের আদর্শ পরিবেশ বিশ্বের আর কোথাও নেই ৷ বললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৷

অর্থমন্ত্রী

By

Published : Oct 17, 2019, 12:34 PM IST

ওয়াশিংটন, 17 অক্টোবর : IMF-র মঞ্চে ভারতকে বিনিয়োগের গন্তব্য হিসেবে তুলে ধরলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ শিল্পপতিদের আহ্বান জানিয়ে বললেন, বিনিয়োগের জন্য ভারতের থেকে তাঁরা আর ভালো ও আদর্শ জায়গা পাবেন না ৷ দেশের গণতান্ত্রিক ও শিল্পের অনুকূল পরিবেশের কারণে বিনিয়োগকারীদের কোনও অসুবিধা হবে না বলেও আশ্বাস দেন অর্থমন্ত্রী ৷

গতকাল IMF-র সদর দপ্তরে ওয়াশিংটনে গেছিলেন অর্থমন্ত্রী ৷ ভারত-অ্যামেরিকা স্ট্র্যাটেজিক ও পার্টনারশিপ ফোরাম এবং FICCI-র অনুষ্ঠানে ভারত কেন বিনিয়োগের জন্য আদর্শ জায়গা সেই ব্যাখ্যাও দেন তিনি ৷ বলেন, "আজও বিশ্বের অন্যতম দ্রুত বৃদ্ধিশীল অর্থনীতি হল ভারত ৷ এদেশে লোকবল সবচেয়ে দক্ষ ৷ আর রয়েছে এক সরকার যারা সব আইন ও গণতান্ত্রিক নিয়ম মেনে সংস্কারের নামে যা প্রয়োজন তাই করছে ৷ তাই আপনারা এর (ভারতের) থেকে ভালো কিছু পাবেন না ৷ ভারতে গণতান্ত্রিক প্রেমী ও পুঁজিবাদের প্রতি শ্রদ্ধাশীল পরিবেশ (রয়েছে) ৷ "

ভারতের বিমা ক্ষেত্রে বিনিয়োগের জন্য এখনও কিছু নির্দিষ্ট শর্ত লাগু রয়েছে ৷ তা তুলে নেওয়ার আর্জি জানায় বিমা সংস্থাগুলি ৷ এর উত্তরে অর্থমন্ত্রী জানান, শর্ত অপসারণ ছাড়া বিমা ক্ষেত্রে কী কী প্রত্যাশা রয়েছে তা সরকারকে বুঝতে হবে ৷ তিনি সবরকম তথ্য দিতে প্রস্তুত হলেও এই মুহূর্তে কোনও প্রতিশ্রুতি দিতে পারবেন না ৷ তিনি আরও জানান, কর্পোরেট সংস্থা ও বিনিয়োগকারীদের সঙ্গে সরকারের মধ্যে বিশ্বাস বা বোঝাপড়ায় কোনও ঘাটতি নেই ৷ তাদের যে কোনও প্রয়োজন, অনুযোগ শুনতে সরকার রাজি ৷

পাশাপাশি, ভারতের ঝিমিয়ে পড়া অর্থনীতি নিয়েও অর্থমন্ত্রীকে প্রশ্নের মুখে পড়তে হয় ৷ যদিও তিনি আশ্বস্ত করেন, ধাক্কা খাওয়া বিভিন্ন ক্ষেত্রগুলিকে এরকম পরিস্থিতি থেকে বের করার জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করছে ৷ সরকারের একাধিক সংস্কারের সিদ্ধান্তের ফলে চলতি আর্থিক বছরের রাজস্ব ঘাটতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল ৷ যদিও অর্থমন্ত্রীর আশ্বাস, চলতি বছরের আর্থিক বছরের রাজস্ব ঘাটতির লক্ষ্যমাত্রা পূরণ করতে বদ্ধপরিকর সরকার ৷

ABOUT THE AUTHOR

...view details