মেক্সিকো সিটি, 23 অক্টোবর : বেড়াতে যাওয়ার নেশা ছিল ৷ তাকেই পেশা করে নিয়েছিলেন ৷ কিন্তু মেক্সিকো বেড়াতে গিয়ে বেঘোরে প্রাণ খোয়ালেন ভারতীয় বংশোদ্ভূত এক তরুণী ৷ মাদক মাফিয়াদের গোলাগুলির মাঝে পড়ে প্রাণ হারিয়েছেন তিনি ৷ মৃত্যু হয়েছ এক জার্মান তরুণীরও ৷ আরও বেশ কয়েক জন পর্যটক আহত হয়েছেন সেখানে ৷
ভারতীয় বংশোদ্ভূত নিহত ওই তরুণীকে অঞ্জলি রায়ত বলে শনাক্ত করা গিয়েছে ৷ নেটমাধ্যমে নিজেকে ট্রাভেল ব্লগার বলে উল্লেখ করেছেন তিনি ৷ জন্ম ভারতের হিমাচলপ্রদেশে ৷ তবে বেশ কয়েক বছর ধরে ক্যালিফোর্নিয়ার সান হোসে শহরে বাস ছিল তাঁর ৷ দু’দিন আগে নেটমাধ্যমে মেক্সিকো থেকে ছবিও আপলোড করেছিলেন তিনি ৷
আরও পড়ুন:Donald Trump : 'ট্রুথ সোশ্যাল অ্যাপ' নিয়ে সামাজিক মাধ্যমে ফিরছেন ডোনাল্ড ট্রাম্প
বুধবার মেক্সিকোর উপকূলবর্তী শহর টুলুমে খোলা আকাশের নীচে রাস্তার ধারের একটি রেস্তরাঁয় খাওয়া-দাওয়া সারছিলেন অঞ্জলি ৷ সেই সময়ই আচমকা এলোপাথাড়ি গুলির শব্দে কেঁপে ওঠেন সকলে ৷ মুহূর্তের মধ্যে হুলস্থুল বেধে যায় ৷ তখনই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় অঞ্জলি এবং জেনিফার হেনজোল্ড নামের এক জার্মাণ তরুণীর ৷ দুই জার্মান ব্যক্তি এবং নেদারল্যান্ড নিবাসী এক মহিলা গুরুতর জখম হয়েছেন ৷