পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

ভারতীয় বংশোদ্ভূত তরুণীর বিরল সম্মান, মহাকাশে পাড়ি দেবেন সিরিষা বন্দলা - মহাকাশ অভিযান

ভারতীয় বংশোদ্ভূত মার্কিন তরুণীর বিরল সাফল্য ৷ মার্কিন সংস্থা ভার্জিন গ্য়ালাকটিকের ইউনিটি 22 অভিযানে সামিল 34 বছর এয়ারোনটিক্য়াল ইঞ্জিনিয়র সিরিষা বন্দলা ৷ ভারতীয় বংশোদ্ভূত দ্বিতীয় মহিলা হিসাবে মহাকাশে যাওয়ার সুযোগ পাচ্ছেন তিনি ৷ অভিযানের তারিখ আগামী 11 জুলাই ৷

Indian-origin Sirisha Bandla to join Richard Branson's space flight on Unity-22
ভারতীয় বংশোদ্ভূত তরুণীর বিরল সম্মান, মহাকাশে পাড়ি দেবেন সিরিষা বন্দলা

By

Published : Jul 3, 2021, 6:08 PM IST

নয়াদিল্লি, 3 জুলাই : প্রয়াত কল্পনা চাওলার পর ভারতীয় বংশোদ্ভূত দ্বিতীয় মহিলা হিসাবে মহাকাশে যাওয়ার সুযোগ পেলেন আমেরিকার নাগরিক সিরিষা বন্দলা (Sirisha Bandla) ৷ 34 বছরের এই এয়ারোনটিক্য়াল ইঞ্জিনিয়রের (aeronautical engineer) সফরসঙ্গীদের অন্যতম হলেন মার্কিন সংস্থা ভার্জিন গ্য়ালাকটিকের (Virgin Galactic) প্রতিষ্ঠাতা রিচার্ড ব্র্য়ানসন (Richard Branson) ৷ আগামী 11 জুলাই নিউ মেক্সিকো (New Mexico) থেকে মহাকাশের উদ্দেশে পাড়ি দেবেন তাঁরা ৷ অভিযানের নাম ইউনিটি 22 ৷

আরও পড়ুন :ভ্যাকসিন নেওয়ার পরও করোনা আক্রান্ত হওয়ার ফল কী, সামনে এল সমীক্ষা রিপোর্ট

সূত্রের খবর, এই অভিযানের মোট সদস্যসংখ্যা ছয় ৷ তাঁদের মধ্যে চারজনই পুরুষ ৷ সিরিষা ছাড়াও অন্য যে মহিলা এই দলের জায়গা পেয়েছেন, তাঁর নাম বেথ মসেস (Beth Moses) ৷ জন্মসূত্রে তেলুগু হলেও সিরিষা এখন মার্কিন মুলুকের বাসিন্দা ৷ মার্কিন যুক্তরাষ্ট্রেরই পার্ডু বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন তিনি ৷ বর্তমানে আমেরিকার নাগরিক হলেও ভারতীয় হিসাবে তিনি চতুর্থ, যিনি মহাকাশে যাওয়ার বিরল সম্মান অর্জন করতে চলেছেন ৷

নিজের এই সাফল্যে আপ্লুত সিরিষা নিজেও ৷ এই বিষয়ে টুইটারে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি ৷ ভার্জিন গ্য়ালাকটিকের ইউনিটি 22-এর সদস্য হতে পেরে তিনি যে সম্মানিত বোধ করছেন, সেকথা অকপটে জানিয়েছেন সিরিষা ৷ অভিযানের সদস্যদের একটি ভিডিয়োও নিজের টুইটার হ্য়ান্ডেলে পোস্ট করেছেন তিনি ৷ সেইসঙ্গে লিখেছেন, ‘‘#ইউনিটি22-এর অসাধারণ ক্রুয়ের সদস্য হতে পেরে আমি ভীষণভাবে গর্বিত ৷ এবং যে সংস্থা মহাকাশকে সকলের নাগালের মধ্যে এনে দিতে চায়, সেই সংস্থার সঙ্গে কাজ করতে পেরেও ৷’’

আরও পড়ুন :হার্ভার্ড, এমআইটি গবেষকদের তৈরি মাস্ক-সেন্সর শনাক্ত করবে করোনা ভাইরাস

সম্প্রতি মহাকাশ সংক্রান্ত একটি পোর্টালকে সিরিষা জানিয়েছিলেন, ভার্জিন গ্য়ালাকটিকের উড়ান তাদের নিউ মেক্সিকোর ‘স্পেসপোর্ট আমেরিকা’ থেকে টেক অফ করবে ৷ এবং অভিযান শেষে সেখানেই ফিরে এসে পৃথিবীর মাটি স্পর্শ করবে ৷ এর মাঝে মহাকাশের যে কোনও জায়গায় এই উড়ানটি 60 থেকে 75 মিনিট অবস্থান করবে ৷

সূত্রের খবর, সিরিষার জন্ম অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলায় ৷ তবে তাঁর বড় হয়ে ওঠা টেক্সাসের হাউসটোনে ৷ সিরিষার ঠাকুর্দা বন্দলা রাগাইয়া নাতনির এই সাফল্যে উচ্ছ্বসিত ৷ তিনি বলেন, ‘‘আমি দেখেছি, ও সবসময় খুব বড় কিছু করার জন্য মুখিয়ে থাকত ৷ অবশেষে সেই সুযোগ এসেছে ৷ ও নিজের স্বপ্নপূরণ করছে ৷ আমার বিশ্বাস, ওদের এই অভিযান সফল হবেই এবং তা গোটা দেশকে গৌরবান্বিত করবে ৷’’

ABOUT THE AUTHOR

...view details