পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

রাষ্ট্রসংঘের মহানির্দেশক হওয়ার আকাঙ্ক্ষায় লড়াই শুরু 34 বছরের তরুণীর - UN Chief

রাষ্ট্রসংঘের মহানির্দেশক হতে চান 34 বছরের তরুণী আকাঙ্ক্ষা অরোরা৷ তিনি এই নিয়ে প্রচারেও নেমে পড়েছেন৷ আড়াই মিনিটের একটি ভিডিও পোস্ট করে দিয়েছেন টুইটারে৷ তিনি কি পারবেন এই লড়াইয়ে সফল হতে?

রাষ্ট্রসংঘের মহানির্দেশক হওয়ার আকাঙ্খায় লড়াই শুরু 34 বছরের তরুণীর
রাষ্ট্রসংঘের মহানির্দেশক হওয়ার আকাঙ্খায় লড়াই শুরু 34 বছরের তরুণীর

By

Published : Feb 13, 2021, 9:06 PM IST

Updated : Feb 13, 2021, 10:25 PM IST

রাষ্ট্রসংঘ, 13 ফেব্রুয়ারি :বয়স্ক একজন ব্যক্তি৷ সিরিয়াস৷ এটাই কি কোনও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মাথায় বসার একমাত্র শর্ত! নাকি বয়স ও অভিজ্ঞতায় নবীন কেউ সেই দায়িত্ব নিতে পারেন! বড় আন্তর্জাতিক প্রতিষ্ঠানের বৃদ্ধতন্ত্রে আনতে পারেন তারুণ্যের ছোঁয়া!

এই প্রশ্নগুলিই ক্রমশ বড় আকার নিতে চলেছে আগামিদিনে৷ কারণ, রাষ্ট্রসংঘের মহানির্দেশ পদের নির্বাচনে লড়তে চান 34 বছরের এক তরুণী৷ যিনি বর্তমানে রাষ্ট্রসংঘের অধীনেই একটি কর্মসূচির সঙ্গে যুক্ত৷ রাষ্ট্রসংঘের শীর্ষপদে লড়াই করার জন্য প্রচারও শুরু করে দিয়েছেন এই তরুণী৷

এতদিন রাষ্ট্রসংঘের মহানির্দেশক যাঁরা হয়েছেন তাঁদের কেউ মধ্য বয়সে পৌঁছে দায়িত্ব পেয়েছেন, কেউ আবার বার্ধক্যে৷ সাম্প্রতিক কালের কোফি আন্নান, বান-কি-মুন কিংবা বর্তমানের অ্যান্তেনিও গুতেরেস সকলকে দেখলেই কেমন একটা গুরুগম্ভীর বলে মনে হয়৷ সেই গুরুগম্ভীর পরিবেশে বিপ্লব ঘটাতে চলেছেন যিনি, তিনি কে?

ওই তরুণীর নাম আকাঙ্ক্ষা অরোরা৷ ভারতীয় বংশোদ্ভূত এই মহিলা এখন ইউনাইটেড ন্যাশনস ডেভলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি)-এর অডিট কোঅর্ডিনেটর৷ তিনি নিজের প্রচারের জন্য একটি আড়াই মিনিটের ভিডিও তৈরি করে ফেলেছেন৷ সেখানে তিনি প্রশ্ন তুলেছেন যে তাঁর মতো কেউ কেন এই পদের জন্য লড়াই করতে পারবে না? কখন তাঁর সুযোগ আসবে, তার অপেক্ষায় কেন বসে থাকতে হবে? পৃথিবী যেমন চলছে, তেমন চলতেই থাকবে এটা মেনে নিয়ে কেন মাথা নিচু করে কাজ করতে হবে?

পাশাপাশি একাধিক অভিযোগও করছেন তিনি৷ বলছেন, ‘‘75 বছর ধরে রাষ্ট্রসংঘ বিশ্বের প্রতি কোনও প্রতিশ্রুতি পালন করতে পারেননি৷ শরণার্থীদের রক্ষা করা হয়নি, মানবিক সাহায্য সামান্য, প্রযুক্তি ও আবিষ্কার পিছনের সারিতে পড়ে রয়েছে৷ রাষ্ট্রসংঘ অগ্রগতির পথে এগিয়ে চলবে এটাই আমাদের অধিকার৷’’

71 বছরের অ্যান্তিনিও গুতেরেসের রাষ্ট্রসংঘের মহানির্দেশক হিসেবে প্রথম দফার মেয়াদ চলতি বছরের 31 ডিসেম্বর শেষ হবে৷ ওই তিনি দ্বিতীয় দফার জন্যও লড়াই করবেন বলে জানিয়েছেন৷ সেই লড়াইতে কি আকাঙ্ক্ষা জিততে পারবেন? উত্তর রয়েছে সময়ের গর্ভে৷ কিন্তু তিনি যদি জিততে পারেন, তাহলে প্রথম মহিলা ও কনিষ্ঠ মহানির্দেশক পাবে রাষ্ট্রসংঘ৷

আরও পড়ুন :বিবিসি-র সম্প্রচার নিষিদ্ধ, চিনের কড়া নিন্দায় অ্যামেরিকায়

কিন্তু সেই পর্যন্ত পৌঁছানোর লড়াইও বেশ কঠিন৷ কারণ, রাষ্ট্রসংঘের সদস্য দেশগুলিই ঠিক করে যে কে হবেন পরবর্তী মহানির্দেশক৷ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলির হাতেও থাকে ভেটো দেওয়ার অধিকার৷ তাই শেষ পর্যন্ত কী আপাতত সেই দিকে তাকিয়ে গোটা বিশ্ব৷

Last Updated : Feb 13, 2021, 10:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details