পশ্চিমবঙ্গ

west bengal

কোভিড মোকাবিলায় ভারতের পাশে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন তরুণী চিকিৎসক

By

Published : May 8, 2021, 3:12 PM IST

কোভিড মোকাবিলায় ভারতের পাশে দাঁড়াতে উদ্যোগ তরুণীর ৷ 28 বছরের রুচিকা তলওয়ার পেশায় চিকিৎসক ৷ ভারতের করোনা মোকাবিলায় ত্রাণ হিসাবে পাঠানোর জন্য 5 লাখ মার্কিন ডলার সংগ্রহ করেছেন রুচিকা ৷ এই টাকায় প্রয়োজনীয় ওষুধ ও অক্সিজেন কনসেনট্রেটর কিনছেন তিনি ৷ ভারতের কোভিড হাসপাতালগুলিতে পাঠানোর জন্য এই কেনাকাটা ৷

Indian-American Doctor Raises Money To Aid COVID-19 Crisis in India
কোভিড মোকাবিলায় ভারতের পাশে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন তরুণী চিকিৎসক

নয়াদিল্লি, 8 মে :করোনা আবহে দেশের পাশে দাঁড়িয়েছেন অনাবাসী ভারতীয়রা ৷ নিজভূম থেকে দূরে থাকলেও এঁদের অনেকেই অতিমারিতে নিজেদের প্রিয়জনকে হারিয়েছেন ৷ যাঁদের অনেকে ভারতেই থাকতেন ৷ সোশাল মিডিয়া ঘাঁটলেই এমন অসংখ্য পোস্ট চোখে পড়বে ৷ অন্যদিকে এই সঙ্কটকালে ভৌগোলিক দূরত্ব সত্ত্বেও মাতৃভূমির দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন অনাবাসী ভারতীয়দের একটা বড় অংশ ৷ সাধ্য়মতো যে যতটা পারছেন অর্থ, ওষুধ বা প্রযুক্তি দিয়ে সাহায্য করছেন ভারত ও ভারতবাসীকে ৷ এমনই একজন রুচিকা তলওয়ার ৷

28 বছরের রুচিকা পেশায় চিকিৎসক ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভিনিয়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক চিকিৎসক তিনি ৷ ভারতের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন এই তরুণী সাধ্য মতো চেষ্টা করছেন করোনা মোকাবিলায় নিজের দেশ ও দেশবাসীর পাশে দাঁড়ানোর ৷

মার্কিন সংবাদমাধ্যমে সম্প্রচারিত তথ্য বলছে, ইতিমধ্যেই ভারতের করোনা মোকাবিলায় ত্রাণ হিসাবে পাঠানোর জন্য 5 লাখ মার্কিন ডলার সংগ্রহ করেছেন রুচিকা ৷ এই টাকায় প্রয়োজনীয় ওষুধ ও অক্সিজেন কনসেনট্রেটর কিনছেন তিনি ৷ ভারতের কোভিড হাসপাতালগুলিতে পাঠানোর জন্য এই কেনাকাটা ৷

আরও পড়ুন :ভারতে আড়াই লক্ষাধিক রেমডেসিভির ভায়াল পাঠাল গালিয়াদ সায়েন্স

রুচিকার লেটেস্ট সোশাল মিডিয়া আপডেট অনুযায়ী, ইতিমধ্যেই তাঁর কেনা ত্রাণ সামগ্রীর একাংশ দিল্লি পৌঁছে গিয়েছে ৷ তাঁর পাশে দাঁড়ানোর জন্য এবং সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য রুচিকা সমস্ত শুভাকাঙ্ক্ষীকেই আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন ৷ তবে কাজ যে এখনও অনেক বাকি, তাও সকলকে মনে করিয়ে দিতে ভোলেননি মার্কিন মুলুকে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত এই তরুণী চিকিৎসক ৷

ABOUT THE AUTHOR

...view details