নয়াদিল্লি, 3 জুন : ভারত সেই মুষ্টিমেয় দেশগুলির মধ্যে অন্যতম, যারা করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমেরিকার থেকে ভ্যাকসিন পাবে ৷ একটি বৃহত্তর কাঠামোর অংশ হিসেবে প্রথম 25 মিলিয়ন ভ্যাকসিনের ডোজ় সরবারহ করবে আমেরিকা ৷ আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে একথা জানান ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ৷
ভারতের প্রধানমন্ত্রীর পাশাপাশি হ্যারিস, মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রে লোপেজ অব্রাডোর, গুয়েতমালার প্রেসিডেন্ট আলেসান্দ্রো গিয়াম্মেত্তি ও ক্যারিবিয়ান কমিউনিটির চেয়ারম্যান কেইথ রওলিকেও ফোন করেন ৷
আমেরিকা সরকার একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানায়, করোনার দ্রুত সংক্রমণ, এছাড়া অনান্য আপাৎকালীন পরিস্থিতি এবং যারা ভ্যাকসিনের জন্য অনুরোধ করেছে, তাদের সাহায্যের দিকে সরকার দৃষ্টি নিবন্ধ করেছে ৷ এমনটা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস জানিয়েছেন ৷