পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

ভারতকে ভ্যাকসিন দিচ্ছে আমেরিকা, মোদিকে ফোনে জানালেন হ্যারিস - ভারতকে ভ্যাকসিন দিচ্ছে আমেরিকা, মোদিকে ফোনে জানাল হ্যারিস

ভারতের প্রধানমন্ত্রীর পাশাপাশি হ্যারিস, মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রে লোপেজ অব্রাডোর, গুয়েতমালার প্রেসিডেন্ট আলেসান্দ্রো গিয়াম্মেত্তি ও ক্যারিবিয়ান কমিউনিটির চেয়ারম্যান কেইথ রওলিকেও ফোন করেন ৷

মোদিকে ফোনে জানাল হ্যারিস
মোদিকে ফোনে জানাল হ্যারিস

By

Published : Jun 3, 2021, 10:40 PM IST

নয়াদিল্লি, 3 জুন : ভারত সেই মুষ্টিমেয় দেশগুলির মধ্যে অন্যতম, যারা করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমেরিকার থেকে ভ্যাকসিন পাবে ৷ একটি বৃহত্তর কাঠামোর অংশ হিসেবে প্রথম 25 মিলিয়ন ভ্যাকসিনের ডোজ় সরবারহ করবে আমেরিকা ৷ আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে একথা জানান ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ৷

ভারতের প্রধানমন্ত্রীর পাশাপাশি হ্যারিস, মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রে লোপেজ অব্রাডোর, গুয়েতমালার প্রেসিডেন্ট আলেসান্দ্রো গিয়াম্মেত্তি ও ক্যারিবিয়ান কমিউনিটির চেয়ারম্যান কেইথ রওলিকেও ফোন করেন ৷

আমেরিকা সরকার একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানায়, করোনার দ্রুত সংক্রমণ, এছাড়া অনান্য আপাৎকালীন পরিস্থিতি এবং যারা ভ্যাকসিনের জন্য অনুরোধ করেছে, তাদের সাহায্যের দিকে সরকার দৃষ্টি নিবন্ধ করেছে ৷ এমনটা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস জানিয়েছেন ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও টুইট করে ভারতকে সমর্থন ও সাহায্যের জন্য আমেরিকা সরকারকে ধন্যবাদ জানিয়েছেন ৷ টুইটে তিনি লেখেন, ‘‘ কিছুক্ষণ আগে কমলা হ্যারিসের সঙ্গে কথা হয়েছে ৷ আমেরিকার বিশ্বব্যাপি ভ্যাকসিন দানের অঙ্গ হিসেবে ভারতকেও ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতিকে আমি প্রশংসা করি ৷ আমি আমেরিকা সরকারের এই সাহায্য ও সৌভ্রাতৃত্বের জন্য তাঁকে ধন্যবাদ জানাই ৷’’

আরও পড়ুন : রেকর্ডের ছড়াছড়ি, লর্ডসের 22 গজ শুধু ডেভনময়

এরপর মোদি আরও একটি টুইট করেন ৷ সেখানে তিনি লেখেন, ‘‘ আমরা ভারত ও আমেরিকা করোনা ভ্যাকসিন নিয়ে পারস্পরিক সহযোগিতা আরও শক্ত করা ও কোভিড পরবর্তী বিশ্বের স্বাস্থ্য ও অর্থনৈতিক উন্নতিতে অংশীদারিত্ব করা নিয়েও আলোচনা করেছি ৷’’

ABOUT THE AUTHOR

...view details