নয়াদিল্লি, 1 মার্চ : ইউক্রেন সঙ্কটে দুনিয়ার পাশে মোদি সরকার ৷ এমনটাই জানিয়েছেন রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি ৷ রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় তিনি জানান, ভারত বিশ্বাস করে বিশ্ব মানে একটাই পরিবার ৷ সেই আদর্শ অনুযায়ী ইউক্রেনে আটকে থাকা প্রতিবেশী দেশ এবং উন্নয়নশীল দেশগুলির নাগরিকদের উদ্ধার করতে সাহায্য করবে ভারত (PM Modi assures to help neighbouring countries and developing countries people) ৷
প্রতিদিন ইউক্রেনের পরিস্থিতি বদলাচ্ছে ৷ এ নিয়ে উদ্বিগ্ন ভারত, রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে (UN Security Council) জানান তিরুমূর্তি ৷ জরুরি ভিত্তিতে মানুষের পাশে দাঁড়ানো দরকার ৷ ভারতের নাগরিকদের বের করে আনার সঙ্গে সঙ্গে প্রতিবেশী এবং উন্নয়নশীল দেশগুলির নাগরিকদের উদ্ধারেও সাহায্য করবে নয়াদিল্লি ৷ রাষ্ট্রসঙ্ঘে আশ্বাসের বার্তা দিয়েছেন তিনি ৷
আরও পড়ুন : Russia-Ukraine Crisis : ইউরোপিয় ইউনিয়নের সদস্য ইউক্রেন ? আবদেনপত্রে সই জেলেনস্কির