পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

জঙ্গিদের শহিদের মর্যাদা দেয় পাকিস্তান, রাষ্ট্রসংঘে আক্রমণ ভারতের - India slams Pak for raising J-K issue, says it hails terrorists as 'martyrs'

গতকাল রাষ্ট্রসংঘের 75 বর্ষপূর্তি উপলক্ষে একটি বিশেষ ভার্চুয়াল অধিবেশনের আয়োজন করা হয় ৷ সেখানে কাশ্মীর প্রসঙ্গ তোলায় পাকিস্তানকে আক্রমণ করে ভারত ।

India slams Pak for raising J-K issue, says it hails terrorists as 'martyrs'
পাকিস্তানের জঙ্গিদের ' শহিদ ' বলা হয়, রাষ্ট্রসংঘে ভারত

By

Published : Sep 22, 2020, 9:20 AM IST

নিউ ইয়র্ক , 22 সেপ্টেম্বর : সন্ত্রাসবাদের আশ্রয়স্থল হিসেবে ইসলামাবাদকে চেনে গোটা বিশ্ব । জঙ্গিদের শহিদের মর্যাদা দেয় তারা । রাষ্ট্রসংঘের 75 তম বর্ষপূর্তি উপলক্ষে এক আলোচনায় জম্মু-কাশ্মীরের প্রসঙ্গ এভাবেই পাকিস্তানকে আক্রমণ করল ভারত ৷

গতকাল রাষ্ট্রসংঘের 75 বর্ষপূর্তি উপলক্ষে একটি বিশেষ অধিবেশনের আয়োজন করা হয় ৷ সেখানে পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি ভাষণ দেওয়ার সময় কাশ্মীরের বিষয়টি তোলেন ৷ এরপর রাষ্ট্রসংঘে ভারতের ফার্স্ট সেক্রেটারি বলেন, কুরেশির ভাষণ ভারতের অভ্যন্তরীণ বিষয়ে কখনও শেষ না হওয়া মনগড়া কাহিনি ৷

তিনি বলেন, "আমাদের প্রতিনিধিরা আশা করেছিল এই বৈঠকে পাকিস্তানের ভিত্তিহীন মিথ্যাচার বন্ধ হবে যা বর্তমানে তাদের ট্রেডমার্কে পরিণত হয়েছে ৷ তাদের থেকে এই ধরনের কূটনীতিই প্রত্যাশা করা যায় ৷ আমরা আজ যা শুনেছি তা ভারতের অভ্যন্তরীণ বিষয় সম্পর্কে পাকিস্তানের প্রতিনিধির মনগড়া কাহিনিমাত্র ৷ জম্মু-কাশ্মীর সম্পূর্ণ ভারতের অভ্যন্তরীণ বিষয় ৷"

এরপর সন্ত্রাসবাদ নিয়ে তিনি বলেন, রাষ্ট্রসংঘের যদি কোনও কাজ এখনও অসম্পূর্ণ থাকে তবে তা সন্ত্রাসবাদের মোকাবিলা করা ৷ পাকিস্তান এমন একটি দেশ যা বিশ্বের কাছে সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত ৷ সেখানে জঙ্গিদের আশ্রয় ও প্রশিক্ষণ দেওয়া হয় ৷ সেখানে জঙ্গিদের শহিদের মর্যাদা দেওয়া হয় ৷ শুধু তাই নয়, ধারাবাহিকভাবে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন চালানো হয় ৷ এই উদ্বেগজনক বিষয়গুলির দিকে রাষ্ট্রসংঘের মনোযোগ আকৃষ্ট হলে ভালো হয় ৷

ABOUT THE AUTHOR

...view details