পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

পাকিস্তান রাষ্ট্রসংঘকে অপব্যবহার করেছে, ইমরানের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিল্লির - Article 370

গতরাতে ইমরান খানের মন্তব্য প্রসঙ্গে কড়া জবাব দিল দিল্লি । এই বিষয়ে ভারতের বিদেশমন্ত্রকের প্রথম সচিব বিদিশা মৈত্র বলেন, "রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মন্তব্য উস্কানিমূলক এবং ঘৃণা পূর্ণ ।"

পাকিস্তান রাষ্ট্রসংঘকে অপব্যবহার করেছে, ইমরানের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিল্লির

By

Published : Sep 28, 2019, 2:00 PM IST

নিউ ইয়র্ক, 28 সেপ্টেম্বর : রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মন্তব্য "উস্কানিমূলক এবং ঘৃণা পূর্ণ" বলে অভিযোগ করল ভারত । গতকাল ইমরান খান অধিবেশনে বলেছিলেন, "যুদ্ধ শুরু হলে যে কোনও কিছু হতে পারে । কিন্তু যখন একটি দেশ তার সাতগুণ বড় কোনও দেশের বিরুদ্ধে যুদ্ধে যায়, তখন দুটো জিনিস হতে পারে । আমরা আত্মসমর্পণ করব । নয়ত আমরা শেষ পর্যন্ত লড়াই করে যাব । এবং একটি পরমাণু শক্তিধর দেশ যখন শেষ পর্যন্ত লড়াই করার সিদ্ধান্ত নেয় তখন এর প্রভাব সীমান্তপার পর্যন্ত বিস্তৃত হবে ।"

গতরাতে ইমরান খানের এই মন্তব্য প্রসঙ্গেই কড়া জবাব দিল দিল্লি । এই বিষয়ে ভারতের বিদেশমন্ত্রকের প্রথম সচিব বিদিশা মৈত্র বলেন, "পাকিস্তান রাষ্ট্রসংঘের এই মঞ্চের অপব্যবহার করেছে । পাকিস্তানে সংখ্যালঘুদের পরিস্থিতি খুবই খারাপ এবং তাদের যথেষ্ট অত্যাচার সহ্য করতে হচ্ছে । 1947 সালের তুলনায়, আজ পাকিস্তানে সংখ্যালঘুদের পরিমাণ কয়েক শতাংশ হ্রাস পেয়েছে । পাকিস্তান আন্তর্জাতিক সন্ত্রাসবাদকে মদত দেয় । পাকিস্তান প্রকাশ্যে লাদেনকে রক্ষা করেছে । মানবাধিকার নিয়ে তাদের ভাষণ শুনতে চাই না ।"

রাষ্ট্রসংঘের মঞ্চে ইমরানের জন্য 15 মিনিট নির্ধারিত থাকলেও তিনি প্রায় 50 মিনিটের বক্তৃতা দেন । সেই সময় ইমরান খান পারমাণবিক যুদ্ধের নিন্দা করতে গিয়ে আসলে অর্ধেকের বেশি সময় ধরে কাশ্মীর ও ভারত নিয়ে বক্তব্য পেশ করেছেন । সেই বক্তৃতায় ইমরানের আনা সব অভিযোগের জবাব দিয়েছে ভারত । ইমরান খানের বক্তব্যের জবাবে ভারত তার 'রাইট টু রিপ্লাই' ব্যবহার করেছে ।

বিদিশা মৈত্র বলেছিলেন, "রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে ইমরানের বক্তব্য দুর্ভাগ্যজনক এবং যাঁরা নিজেরাই সন্ত্রাসের কারখানা চালাচ্ছে তাঁদের থেকে কোনও পরামর্শের দরকার নেই । রাষ্ট্রসংঘের তালিকাভুক্ত 155 জঙ্গি পাকিস্তানেই লুকিয়ে আছে । আর সেই পাকিস্তান মানবাধিকারের কথা বলছে ।" ইমরান খান প্রসঙ্গে বলতে গিয়ে বিদিশা বলেন, "তিনি একসময় ক্রিকেটার ছিলেন এবং ভদ্রলোকের খেলায় বিশ্বাস রাখতেন । অথচ আজ তাঁর বক্তব্য অশ্লীলতার শিখরে পৌঁছেছে, যা শুধু বন্দুকের কথাই স্মরণ করিয়ে দিচ্ছে ।"

ABOUT THE AUTHOR

...view details