নিউ ইয়র্ক, 28 সেপ্টেম্বর : রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মন্তব্য "উস্কানিমূলক এবং ঘৃণা পূর্ণ" বলে অভিযোগ করল ভারত । গতকাল ইমরান খান অধিবেশনে বলেছিলেন, "যুদ্ধ শুরু হলে যে কোনও কিছু হতে পারে । কিন্তু যখন একটি দেশ তার সাতগুণ বড় কোনও দেশের বিরুদ্ধে যুদ্ধে যায়, তখন দুটো জিনিস হতে পারে । আমরা আত্মসমর্পণ করব । নয়ত আমরা শেষ পর্যন্ত লড়াই করে যাব । এবং একটি পরমাণু শক্তিধর দেশ যখন শেষ পর্যন্ত লড়াই করার সিদ্ধান্ত নেয় তখন এর প্রভাব সীমান্তপার পর্যন্ত বিস্তৃত হবে ।"
গতরাতে ইমরান খানের এই মন্তব্য প্রসঙ্গেই কড়া জবাব দিল দিল্লি । এই বিষয়ে ভারতের বিদেশমন্ত্রকের প্রথম সচিব বিদিশা মৈত্র বলেন, "পাকিস্তান রাষ্ট্রসংঘের এই মঞ্চের অপব্যবহার করেছে । পাকিস্তানে সংখ্যালঘুদের পরিস্থিতি খুবই খারাপ এবং তাদের যথেষ্ট অত্যাচার সহ্য করতে হচ্ছে । 1947 সালের তুলনায়, আজ পাকিস্তানে সংখ্যালঘুদের পরিমাণ কয়েক শতাংশ হ্রাস পেয়েছে । পাকিস্তান আন্তর্জাতিক সন্ত্রাসবাদকে মদত দেয় । পাকিস্তান প্রকাশ্যে লাদেনকে রক্ষা করেছে । মানবাধিকার নিয়ে তাদের ভাষণ শুনতে চাই না ।"