লন্ডন, 13 জুলাই : তাঁর জন্ম এবং বড় হয়ে ওঠা ভারতের মাটিতেই ৷ তাই আজও তাঁর অন্তরজুড়ে রয়েছে ভারতীয় সত্ত্বা ৷ ক্য়ালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে গুগলের সদর দফতরে বসে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বললেন গুগলের সিইও সুন্দর পিচাই (Google CEO Sundar Pichai) ৷ এই সাক্ষাৎকারে বহু বিষয় নিয়ে খোলাখুলি নিজের মত জানিয়েছেন পিচাই ৷ আশঙ্কা প্রকাশ করেছেন মুক্ত ইন্টারনেট ব্যবহারের (সবার জন্য বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা) উপর অবাঞ্ছিত হস্তক্ষেপ নিয়ে ৷ পাশাপাশি তাঁর পূর্বাভাস, আগামী 25 বছরের মধ্যেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) এবং কোয়ান্টাম কম্পিউটিং (quantum computing) অনেক বেশি উন্নত জায়গায় পৌঁছে যাবে ৷
আরও পড়ুন :ভারতের ডিজিটাইজেশনে 75000 কোটির বিনিয়োগের ঘোষণা গুগলের CEO-র
সুন্দর পিচাই তাঁর সাক্ষাৎকারে বলেন, ‘‘আমি একজন মার্কিন নাগরিক ৷ কিন্তু ভারত আমার অন্তরের গভীরে রয়েছে ৷ এটা আমার একটা বিরাট অংশ ৷ আমি, 49 বছরের সুন্দর পিচাই, যখনই আমাকে আমার শিকড় নিয়ে প্রশ্ন করা হয়, আমি একথাই বলি ৷’’ এছাড়া, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে পিচাই বলেন, ‘‘আমার মতে, এটা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) মানুষের তৈরি করা সবথেকে গভীর প্রযুক্তি ৷ আপনারা যদি আগুন, বিদ্যুৎ বা ইন্টারনেটের কথা বলেন, এটাও তেমনই গুরুত্বপূর্ণ ৷ কিন্তু আমার মনে হয়, এর গভীরতা আরও বেশি ৷’’
এর পাশাপাশি, ইদানীংকালে যেভাবে মুক্ত ইন্টারনেট ব্যবহারের (সবার জন্য বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা) উপর নানাভাবে হস্তক্ষেপ করা হচ্ছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সুন্দর পিচাই ৷ তাঁর কথায়, বিনামূল্যের এবং মুক্ত ইন্টারনেট পরিষেবা ‘‘আক্রান্ত হচ্ছে’’ ৷ নজরদারির ক্ষেত্রে ইন্টারনেটের চিনা মডেল নিয়ে প্রশ্ন করাতেই এই উদ্বেগ প্রকাশ করেন পিচাই ৷ তবে এই প্রসঙ্গে সরাসরি চিনের কথা উল্লেখ করেননি তিনি ৷ পিচাই বলেন, ‘‘আমাদের কোনও গুরুত্বপূর্ণ পণ্য বা পরিষেবা চিনে পাওয়া যায় না ৷’’ একইসঙ্গে গুগলের কর সংক্রান্ত বিষয় নিয়েও মুখ খোলেন সংস্থার সিইও ৷ তাঁর কথায়, ‘‘আমরা বিশ্বের সবথেকে বড় করদাতাদের অন্যতম ৷ গত 10 বছরের হিসাবে দেখুন ৷ 20 শতাংশেরও বেশি আমরা কর হিসাবে প্রদান করেছি ৷’’
আরও পড়ুন :ট্রাম্পের সিদ্ধান্তে হতাশ সুন্দর পিচাই
এই প্রসঙ্গে মার্কিন অর্থনীতিতে গুগলের ভূমিকার কথা উল্লেখ করতেও ভোলেননি পিচাই ৷ তিনি বলেন, "আমরা আমাদের করের অধিকাংশটাই মার্কিন যুক্তরাষ্ট্রকে দিই ৷ যেখানে আমাদের জন্ম এবং যেখানে আমাদের পণ্যগুলি উৎপাদিত হয় ৷" এসবের সঙ্গেই পিচাই নিজের ব্যক্তিগত অভ্যাস নিয়েও খোলাখুলি আলোচনা করেন ৷ তাঁর মতে, নিরাপত্তা নিশ্চিত করেই প্রযুক্তির সুবিধা নেওয়া উচিত ৷ তাই পাসওয়ার্ড ব্যবহারের ক্ষেত্রে তিনি সকলকে বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন ৷ প্রসঙ্গত, পিচাই নিজে নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করতে ভালবাসেন ৷ আর এই কারণেই ঘন ঘন নিজের ফোন বদলান তিনি ৷