ওয়াশিংটন, 18 অক্টোবর : বিশ্বে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা চার কোটি ছুঁইছুঁই । বর্তমানে বিশ্বে কোরোনায় আক্রান্তের সংখ্যা 3 কোটি 95 লাখেরও বেশি । জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী এখনও পর্যন্ত 3 কোটি 95 লাখ 2 হাজার 909 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন । ভাইরাসের কবলে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন 11 লাখ 6 হাজার 705 জন ।
কোরোনার সংক্রমণের পরে এখনও পর্যন্ত 2 কোটি 71 লাখ 48 হাজার 927 জন সুস্থ হয়ে উঠেছেন । জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, অ্যামেরিকাতে সংক্রমিতের সংখ্যা সবথেকে বেশি । সেখানে এখনও পর্যন্ত 80 লাখ 86 হাজার 780 জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিস । প্রাণ হারিয়েছেন 2 লাখ 18 হাজার 980 জন । কোরোনায় মৃত্যুর দিক থেকেও তালিকায় সবার উপরে রয়েছে অ্যামেরিকা ।