পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

বিশ্বে কোরোনা মুক্তের তালিকায় শীর্ষে ভারত - Coronavirus cases across the globe

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট বলছে, গোটা বিশ্বের মধ্যে সবথেকে বেশি মানুষ সুস্থ হয়েছেন ভারতে । এ-দেশে এখনও পর্যন্ত 65 লাখ 24 হাজার 595 জন কোরোনা মুক্ত হয়েছেন ।

COVID 19 recoveries
প্রতীকী ছবি

By

Published : Oct 18, 2020, 7:09 AM IST

Updated : Oct 18, 2020, 7:22 AM IST

ওয়াশিংটন, 18 অক্টোবর : বিশ্বে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা চার কোটি ছুঁইছুঁই । বর্তমানে বিশ্বে কোরোনায় আক্রান্তের সংখ্যা 3 কোটি 95 লাখেরও বেশি । জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী এখনও পর্যন্ত 3 কোটি 95 লাখ 2 হাজার 909 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন । ভাইরাসের কবলে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন 11 লাখ 6 হাজার 705 জন ।

কোরোনার সংক্রমণের পরে এখনও পর্যন্ত 2 কোটি 71 লাখ 48 হাজার 927 জন সুস্থ হয়ে উঠেছেন । জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, অ্যামেরিকাতে সংক্রমিতের সংখ্যা সবথেকে বেশি । সেখানে এখনও পর্যন্ত 80 লাখ 86 হাজার 780 জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিস । প্রাণ হারিয়েছেন 2 লাখ 18 হাজার 980 জন । কোরোনায় মৃত্যুর দিক থেকেও তালিকায় সবার উপরে রয়েছে অ্যামেরিকা ।

আরও পড়ুন : স্পুটনিক ফাইভের দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগে ছাড়পত্র

এরপরেই রয়েছে ভারত ও ব্রাজ়িল । ভারতে সর্বশেষ বুলেটিন অনুযায়ী, মোট 74 লাখ 32 হাজার 680 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন । ব্রাজ়িলে মোট আক্রান্তের সংখ্যা 52 লাখ 300 । কোরোনায় আক্রান্তের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া । সেখানে এখনও পর্যন্ত মোট 13 লাখ 76 হাজার 20 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন ।

রিপোর্ট বলছে, গোটা বিশ্বের মধ্যে সবথেকে বেশি মানুষ সুস্থ হয়েছেন ভারতে । এ-দেশে এখনও পর্যন্ত 65 লাখ 24 হাজার 595 জন কোরোনা মুক্ত হয়েছেন । প্রসঙ্গত, 11 মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোরোনাকে প্যানডেমিক হিসাবে ঘোষণা করেছিল ।

Last Updated : Oct 18, 2020, 7:22 AM IST

ABOUT THE AUTHOR

...view details