ওয়াশিংটন, 11 জানুয়ারি : শুয়োরের হৃদস্পন্দনে নয়া জীবন পেল মানুষ (pig heart transplant in human)৷ মেডিক্যাল সায়ান্সের যুগান্তকারী দিক খুলে গেল আমেরিকায় ৷ হৃদরোগে ভুগছিলেন 57 বছরের এক প্রৌঢ় ৷ ডাক্তাররা জবাব দিয়ে দিয়েছিলেন ৷ দুর্বল হার্ট তাঁর জীবনে ইতি টেনে দেওয়ার যাবতীয় বন্দোবস্ত করে দিয়েছিল ৷ যমে-মানুষে লড়াইয়ে জয় হল উন্নত চিকিৎসা ব্যবস্থার ৷ একটি শুয়োরের হৃদযন্ত্র মডিফাই করে প্রতিস্থাপিত (US surgeons transplant pig heart in human) করা হল সেই প্রৌঢ়ের শরীরে ৷ এমন ঘটনা এই প্রথম ৷ সফল অস্ত্রোপচারের পর তিন দিন কেটেছে ৷ ভাল আছেন মেরিল্যান্ডের নাগরিক ৷
চিকিৎসকরা বিবৃতি দিয়ে জানিয়েছেন, ডেভিড বেনেটের হৃদরোগ চরম আকার নেয় ৷ তাঁকে বাঁচানোর জন্য হৃদযন্ত্র প্রতিস্থাপন ছাড়া উপায় ছিল না ৷ কিন্তু ওই অবস্থায় শুয়োরের হৃদযন্ত্র ছাড়া হাতের কাছে আর কিছু উপায় ছিল না চিকিৎসকদের (US surgeons transplant pig heart into human patient)৷ কারণ ডেভিডের যা মেডিক্যাল রেকর্ড, তাতে তাঁর প্রথাগত হৃদযন্ত্র প্রতিস্থাপন সম্ভব ছিল না ৷ ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড মেডিসিনে অস্ত্রোপচারের আগে ডেভিড বলেন, "হয় মৃত্যু হত, নয়তো প্রতিস্থাপন করাতে হত ৷ আমি বাঁচতে চেয়েছিলাম ৷ আমি জানতাম যে অন্ধকারে গুলি ছোড়া হচ্ছে, তবে এটাই আমার কাছে ছিল শেষ উপায় ৷"
আরও পড়ুন:Bengal's First Lung Transplantation: রাজ্যের প্রথম সফল ফুসফুস প্রতিস্থাপন কলকাতায়