পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

pig heart transplant in human: বিশ্বে প্রথম, মানবদেহে প্রতিস্থাপিত শুয়োরের হৃদযন্ত্র - অঙ্গ প্রতিস্থাপন

আমেরিকায় মানবদেহে প্রতিস্থাপিত হল শুয়োরের হৃদযন্ত্র (pig heart transplant in human)৷ বিশ্বে এমন অস্ত্রোপচার এই প্রথম (US surgeons transplant pig heart in human)৷ যে ব্যক্তির অস্ত্রোপচার হয়েছে তিনি ভাল আছেন ৷

In first, man with terminal heart disease gets transplant of genetically modified pig heart in US
বিশ্বে প্রথম, মানবদেহে প্রতিস্থাপিত শুয়োরের হৃদযন্ত্র

By

Published : Jan 11, 2022, 9:23 AM IST

ওয়াশিংটন, 11 জানুয়ারি : শুয়োরের হৃদস্পন্দনে নয়া জীবন পেল মানুষ (pig heart transplant in human)৷ মেডিক্যাল সায়ান্সের যুগান্তকারী দিক খুলে গেল আমেরিকায় ৷ হৃদরোগে ভুগছিলেন 57 বছরের এক প্রৌঢ় ৷ ডাক্তাররা জবাব দিয়ে দিয়েছিলেন ৷ দুর্বল হার্ট তাঁর জীবনে ইতি টেনে দেওয়ার যাবতীয় বন্দোবস্ত করে দিয়েছিল ৷ যমে-মানুষে লড়াইয়ে জয় হল উন্নত চিকিৎসা ব্যবস্থার ৷ একটি শুয়োরের হৃদযন্ত্র মডিফাই করে প্রতিস্থাপিত (US surgeons transplant pig heart in human) করা হল সেই প্রৌঢ়ের শরীরে ৷ এমন ঘটনা এই প্রথম ৷ সফল অস্ত্রোপচারের পর তিন দিন কেটেছে ৷ ভাল আছেন মেরিল্যান্ডের নাগরিক ৷

চিকিৎসকরা বিবৃতি দিয়ে জানিয়েছেন, ডেভিড বেনেটের হৃদরোগ চরম আকার নেয় ৷ তাঁকে বাঁচানোর জন্য হৃদযন্ত্র প্রতিস্থাপন ছাড়া উপায় ছিল না ৷ কিন্তু ওই অবস্থায় শুয়োরের হৃদযন্ত্র ছাড়া হাতের কাছে আর কিছু উপায় ছিল না চিকিৎসকদের (US surgeons transplant pig heart into human patient)৷ কারণ ডেভিডের যা মেডিক্যাল রেকর্ড, তাতে তাঁর প্রথাগত হৃদযন্ত্র প্রতিস্থাপন সম্ভব ছিল না ৷ ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড মেডিসিনে অস্ত্রোপচারের আগে ডেভিড বলেন, "হয় মৃত্যু হত, নয়তো প্রতিস্থাপন করাতে হত ৷ আমি বাঁচতে চেয়েছিলাম ৷ আমি জানতাম যে অন্ধকারে গুলি ছোড়া হচ্ছে, তবে এটাই আমার কাছে ছিল শেষ উপায় ৷"

আরও পড়ুন:Bengal's First Lung Transplantation: রাজ্যের প্রথম সফল ফুসফুস প্রতিস্থাপন কলকাতায়

31 ডিসেম্বর এই অস্ত্রোপচারের (man with terminal heart disease gets transplant of genetically modified pig heart in US) জন্য অনুমতি দেয় মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ৷ মানুষের রোগ প্রতিরোধ ব্যবস্থা শুয়োরের অঙ্গের যে তিনটি জিনকে গ্রহণ করতে পারে না, দাতা শুয়োরের হৃদযন্ত্রের (Transplantation of pig heart in human) সেই তিনটি জিন সরিয়ে দেওয়া হয় ৷ এ ছাড়াও শুয়োরের হৃদযন্ত্রের টিস্যুর অত্যধিক বৃদ্ধি রুখতে আর একটি জিনও সরিয়ে নেওয়া হয় ৷ তবে এখানেই শেষ নয় ৷ শুয়োরের হৃদযন্ত্রে প্রবেশ করানো হয়েছে মানবদেহের 6টি জিন ৷ এই প্রতিস্থাপন ডেভিডের জন্য কার্যকরী হচ্ছে কি না, তা দেখতে আরও কয়েকদিন তাঁকে চিকিৎসকদের নজরদারিতে থাকতে হবে ৷

সার্জেন বার্টলি পি গ্রিফিথের কথায়, "হৃদযন্ত্রের চাহিদার যে লম্বা তালিকা রয়েছে, সেই অনুযায়ী যথেষ্ট মানবদেহের দাতা হৃদযন্ত্র পাওয়া যায় না ৷ আমরা খুব সতর্ক ভাবে এগোচ্ছি ৷ তবে বিশ্বের এমন প্রথম অস্ত্রোপচার ভবিষ্যতে রোগীদের জন্য নয়া দিগন্ত খুলে দেবে বলে আমরা আশাবাদী ৷"

আরও পড়ুন:পূর্ব ভারতে প্রথম কৃত্রিম হৃদযন্ত্র প্রতিস্থাপন কলকাতায়

গত অক্টোবরে নিউ ইয়র্কে শুয়োরের কিডনির জিনগত পরিবর্তন ঘটিয়ে তা প্রতিস্থাপন করা হয়েছিল ব্রেন ডেড হয়ে যাওয়া এক মহিলার শরীরে ৷

ABOUT THE AUTHOR

...view details