পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

কোরোনা ভাইরাসকে হালকাভাবে নিলে পরে আফসোস করবেন, মুখ্যমন্ত্রীকে চিঠি প্রবাসী বাঙালি চিকিৎসকের

কোরোনা পরিস্থিতিতে কোনও বিষয়কে হালকাভাবে না নেওয়ার অনুরোধ জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন প্রবাসী বাঙালি কার্ডিওলজিস্ট । পাশাপাশি রাজ্যে যাতে সংক্রমণের ও কোরোনা আক্রান্তের মৃতের সংখ্যা না বাড়ে তার জন্য সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধও জানান তিনি ।

Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : May 12, 2020, 3:04 PM IST

Updated : May 12, 2020, 3:15 PM IST

ওয়াশিংটন, 12 মে : কোরোনা ভাইরাস ব্যতিক্রমীভাবে সংক্রামক এবং অত্যন্ত মারাত্মক । তাই এই পরিস্থিতিতে কোনও বিষয়কে হালকাভাবে না নেওয়ার অনুরোধ জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন প্রবাসী বাঙালি কার্ডিওলজিস্ট । পাশাপাশি রাজ্যে যাতে সংক্রমণ ও কোরোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা না বাড়ে তার জন্য সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধও জানান তিনি । অ্যামেরিকার টেনিসির বাসিন্দা চিকিৎসক ইন্দ্রনীল বসু রায় চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানান, পশ্চিমবঙ্গ-সহ গোটা ভারত ভাগ্যবান । কারণ সেখানে এখনও সেভাবে সংক্রমণ ছড়ায়নি । চিঠিতে তিনি লেখেন, "আমি বলতে বাধ্য হচ্ছি যে, পশ্চিমবঙ্গ অত্যধিক মাত্রায় জনবহুল । তাই এই ভাইরাস যদি কোনও নির্দিষ্ট অঞ্চলকে সংক্রমিত করে তাহলে তা নিমেষের মধ্যে অন্যত্র আগুনের মতো ছড়িয়ে পড়বে । হাজার হাজার মানুষ সংক্রমিত হবে । এমনকী, মানুষের মৃত্যুও হবে ।"

কোরোনা ভাইরাস রোধে সামাজিক দূরত্ব বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে চিঠিতে উল্লেখ করেন এই ইন্দো-অ্যামেরিকান চিকিৎসক । তাঁর মতে, সামাজিক দূরত্ব বজায় রাখা না হলে পাশ্চাত্যের দেশগুলির মতো তা ক্রমশ ছড়াবে এবং হাজার হাজার মানুষের মৃত্যু হবে । তাঁর মতে, যদি এই মুহূর্তে কোরোনা সংক্রমণ রোধে নিয়মগুলি পালনের ক্ষেত্রে সরকার কড়া না হয় তাহলে পরে আফসোস করতে হবে । চিঠিতে ইন্দ্রনীল বসু রায় লেখেন, "আমরা কোনওকিছুকে হালকাভাবে নিতে পারব না । কারণ যখন হাজার হাজার মানুষ সংক্রমিত হবে এবং শয়ে শয়ে মানুষ মারা যেতে শুরু করবে তখন আপনি আফসোস করবেন । "

চিঠিতে তিনি কোরোনা ভাইরাসের কথা উল্লেখ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য মমতাকে অনুরোধ করেন । মমতার উদ্দেশ্যে লেখেন, "কোরোনা ভাইরাস একধরনের মানুষ মারার যন্ত্র । তাই এই ভাইরাসের ভয়াবহতা বুঝে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য আপনাকে বিনীত অনুরোধ করছি । পাশ্চাত্যের মতো যাতে আপনার রাজ্যের অবস্থা না হয় তার জন্য নমুনা পরীক্ষা করান । সংক্রমিতদের আইসোলেশনে রাখুন । লকডাউনকে জোরপূর্বক বলবৎ করুন ।"

পশ্চিমবঙ্গে কাদের কোরোনায় মৃত্যু হয়েছে তা নিশ্চিত করে ডেথ সার্টিফিকেট চিকিৎসকরা দিচ্ছেন না । মৃত্যু কারণ নিশ্চিত করে ডেথ সার্টিফিকেট দিচ্ছে একটি কমিটি । পশ্চিমবঙ্গ সরকারের এই সিদ্ধান্তে অবাক হয়েছেন চিকিৎসক ইন্দ্রনীল বসু রায় । তিনি লেখেন, "আমার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে আইসোলেশনের মতো সতর্কতা অবলম্বন না করে রাজ্যে সংক্রমণের প্রবণতাকে বাড়িয়ে মানুষকে মৃত্যুমুখে ঠেলে দিতে চাইবেন না আপনি তা আমি জানি ।"

ভারতে গত 24 ঘণ্টায় রেকর্ড সংখ্যকভাবে 4 হাজার 213 জন নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন । নতুন করে গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 97 জনের । অন্যদিকে পশ্চিমবঙ্গে গতকাল পর্যন্ত কোরোনায় আক্রান্তের সংখ্যা 1 হাজার 939 জন । কোরোনায় আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 118 জনের ।

Last Updated : May 12, 2020, 3:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details