ওয়াশিংটন, 12 মে : কোরোনা ভাইরাস ব্যতিক্রমীভাবে সংক্রামক এবং অত্যন্ত মারাত্মক । তাই এই পরিস্থিতিতে কোনও বিষয়কে হালকাভাবে না নেওয়ার অনুরোধ জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন প্রবাসী বাঙালি কার্ডিওলজিস্ট । পাশাপাশি রাজ্যে যাতে সংক্রমণ ও কোরোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা না বাড়ে তার জন্য সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধও জানান তিনি । অ্যামেরিকার টেনিসির বাসিন্দা চিকিৎসক ইন্দ্রনীল বসু রায় চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানান, পশ্চিমবঙ্গ-সহ গোটা ভারত ভাগ্যবান । কারণ সেখানে এখনও সেভাবে সংক্রমণ ছড়ায়নি । চিঠিতে তিনি লেখেন, "আমি বলতে বাধ্য হচ্ছি যে, পশ্চিমবঙ্গ অত্যধিক মাত্রায় জনবহুল । তাই এই ভাইরাস যদি কোনও নির্দিষ্ট অঞ্চলকে সংক্রমিত করে তাহলে তা নিমেষের মধ্যে অন্যত্র আগুনের মতো ছড়িয়ে পড়বে । হাজার হাজার মানুষ সংক্রমিত হবে । এমনকী, মানুষের মৃত্যুও হবে ।"
কোরোনা ভাইরাস রোধে সামাজিক দূরত্ব বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে চিঠিতে উল্লেখ করেন এই ইন্দো-অ্যামেরিকান চিকিৎসক । তাঁর মতে, সামাজিক দূরত্ব বজায় রাখা না হলে পাশ্চাত্যের দেশগুলির মতো তা ক্রমশ ছড়াবে এবং হাজার হাজার মানুষের মৃত্যু হবে । তাঁর মতে, যদি এই মুহূর্তে কোরোনা সংক্রমণ রোধে নিয়মগুলি পালনের ক্ষেত্রে সরকার কড়া না হয় তাহলে পরে আফসোস করতে হবে । চিঠিতে ইন্দ্রনীল বসু রায় লেখেন, "আমরা কোনওকিছুকে হালকাভাবে নিতে পারব না । কারণ যখন হাজার হাজার মানুষ সংক্রমিত হবে এবং শয়ে শয়ে মানুষ মারা যেতে শুরু করবে তখন আপনি আফসোস করবেন । "