পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

অ্যামেরিকাকে ফের শীর্ষে নিয়ে যেতে ফিরতেই হবে, হাসপাতাল থেকে বললেন ট্রাম্প - ওয়াল্টার রিড হাসপাতাল

"আমাকে ফিরতেই হবে । কারণ অ্যামেরিকাকে ফের শীর্ষে নিয়ে যেতে হবে ।" টুইট করলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।

US President Donald Trump
US President Donald Trump

By

Published : Oct 4, 2020, 10:10 AM IST

ওয়াশিংটন , 4 অক্টোবর : অ্যামেরিকাকে ফের শীর্ষে নিয়ে যেতে তাঁকে ফিরতেই হবে । ওয়াল্টার রিড হাসপাতাল থেকে বললেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।

দু'দিন আগে কোরোনায় আক্রান্ত হন ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী । আর আজ এক ভিডিয়ো বার্তায় তিনি বলেন, "আমি এখন অনেক সুস্থ আছি । আমাকে পুরোপুরি সুস্থ করে তুলতে সবরকম চেষ্টা হচ্ছে । আমাকে ফিরে আসতেই হবে । কারণ অ্যামেরিকাকে ফের শীর্ষে নিয়ে যেতে হবে ।"

আরও একটি টুইটে তিনি লিখেছেন, "ওয়াল্টার রিড মেডিকেল সেন্টারের চিকিৎসক, নার্স এবং সমস্ত স্বাস্থ্যকর্মীকে ধন্যবাদ । তাঁরা অসাধারণ কাজ করেছেন । কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে গত 6 মাস ধরে অসাধারণ অগ্রগতি হয়েছে । তাঁদের সহায়তায় আমি ভালো বোধ করছি ।"

এই ভিডিয়োই টুইট করেছেন ট্রাম্প

তাঁর এবং মেলানিয়া ট্রাম্পের সংক্রমিত হওয়ার খবর শুক্রবার টুইট করে জানিয়েছিলেন ট্রাম্প নিজেই । এর পর থেকেই হোম কোয়ারানটিনে ছিলেন তাঁরা । ওয়াল্টার রিড হাসপাতালে ভরতি করা হয় তাঁকে । টুইটারে একটি ভিডিয়ো বার্তায় হাসপাতালে ভরতি হওয়ার খবর নিজেই জানিয়ে ট্রাম্প বলেন, " যাঁরা আমার পাশে আছেন তাঁদের প্রত্যেককে ধন্যবাদ । আমি ওয়াল্টার রিড হাসাপাতালে ভরতি হতে চলেছি । ভালো আছি । ফার্স্ট লেডিও ভালো আছেন । "

ABOUT THE AUTHOR

...view details