হাউস্টন, 26 জুলাই : ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানীরা এমন একটি অণুর কাঠামো সমাধান করেছেন যা কোরোনা ভাইরাসের জিনগত অনুক্রম হোস্টের নিজস্ব একটি অংশ হিসেবে মনে করা হচ্ছে । যা COVID-19-এর বিরুদ্ধে নতুন অ্যান্টিভাইরাল ড্রাগগুলির বিকাশের দিকে নিয়ে যেতে পারে বলেও মনে করছেন বিজ্ঞানীরা ।
নেচার কমিউনিকেশনস-এ প্রকাশিত একটি সমীক্ষা অনুসারে, nsp10 অণু হোস্ট সেলের নিজস্ব mRNA-র অনুকরণে এই ভাইরাসের mRNA-গুলি (যা প্রোটিন তৈরির নকশা) পরিবর্তন করে । অ্যামেরিকার সান আন্তোনিওয়ের ইউনিভার্সিটি অফ টেক্সাস হেলথ সায়েন্স সেন্টারের (UT Health San Antonio) গবেষকরা এই পরিবর্তনটি আনতে সক্ষম হন । তাঁরা বলছেন, nsp10 ভাইরাসটি হোস্ট সেল প্রতিরোধের প্রতিক্রিয়া থেকে রক্ষা করে । UT হেলথের এই গবেষণার অপর লেখক যোগেশ গুপ্ত বলেন, "এটি একটি ছদ্মবেশ । পরিবর্তনের ফলে এই ভাইরাসের mRNA এখন বিদেশী নয়, সেলটির নিজস্ব কোডের অংশ হিসেবে বিবেচিত হয় ।"