পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

খ্রিস্টান সাহিত্য সংক্রান্ত মামলা ফের চালু জর্জিয়ায়

জর্জিয়া গুয়নেট কলেজের খ্রিস্টান সাহিত্য় নীতি নিয়ে প্রশ্ন তুলে মামলা করেন ওই কলেজের পড়ুয়া চিকে উজেগবুনাম৷ ক্ষতিপূরণ বাবদ তিনি দাবি করেন 1 ডলার৷ যদিও এটা নিয়ে ভিন্ন মত পোষণ করেছেন 2 বিচারপতি৷

high-court-revives-ex-students-suit-against-georgia-college
জর্জিয়া গুয়নেট কলেজ

By

Published : Mar 9, 2021, 3:48 PM IST

Updated : Mar 9, 2021, 3:59 PM IST

জর্জিয়া, 9 মার্চ : জর্জিয়া কলেজ এক পড়ুয়ার আনা একটি মামলা ফের চালু করল সেদেশের সুপ্রিম কোর্ট ৷ ওই পড়ুয়ার সঙ্গে খ্রিস্টান সাহিত্য় সংক্রান্ত বিষয় নিয়ে সমস্য়া তৈরি হয়েছিল কলেজ কর্তৃপক্ষের ৷ তার নাম চিকে উজেগবুনাম ৷ বর্তমানে স্নাতক উত্তীর্ণ তিনি ৷

চিকে উজেগবুনাম মামলাটি করে জর্জিয়া গুয়নেট কলেজের বিরুদ্ধে ৷ এরপর লরেন্সভিল স্কুল ও জর্জিয়া কলেজ তার নীতি সংক্রান্ত বেশ কিছু পরিবর্তন আনে৷ চিকে প্রথমে স্থানীয় আদালতে মামলা করেন৷ সেই মামলাটি খারিজ হয়ে যায়৷ যদিও সেখানকার সুপ্রিম কোর্ট ফের মামলাটি উজ্জ্বীবিত করে৷

আমেরিকার সিভিল লিবারেটিস ইউনিয়ন এবিয়ে বলেছে, যার মৌলিক অধিকার ভঙ্গ হয়েছে তিনি মামলা করতেই পারেন৷ এমনকি, সরকার যদি কোনও কঠিন নীতিও গ্রহণ করে সেক্ষেত্রেও পিছিয়ে যাওয়া উচিত নয়৷

চিকে যে মামলাটি করেন সেই মামলার তিনি নূন্য়তম ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি৷ যার মূল্য় 1 ডলার৷ এবিষয়ে বিচারপতি ক্লারেন্স থমাস বলেছেন, "অত্য়ন্ত অল্প মূল্য়ের ক্ষতিপূরণ চাওয়া হয়েছে এই মামলায়৷" যদিও এবিষয়ে একমত নন প্রধান বিচারপতি জন রবার্টস৷ তাঁর কথায়, চিকে এবং তাঁর এক বন্ধু এই মামলাটি করেন৷ বর্তমানে তাঁরা কেউ এই কলেজের পড়ুয়া নন৷ এমনকী ওই কলেজের খ্রিস্টান সাহিত্য় নিয়ে যে বাধ্য়বাধকতা ছিল তাও এখন তুলে নেওয়া হয়েছে৷

Last Updated : Mar 9, 2021, 3:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details