পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

মেক্সিকোয় মাদক পাচারকারীদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত 19 - কোয়াউইলা প্রদেশের ভিলা ইউনিয়ন শহরে আচমকা হানা দেয় পাচারকারী দলটি

এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অ্যামেরিকার প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । মেক্সিকো সরকারকে মাদক পাচারকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে বলেছেন তিনি ।

Gunfire
গুলির লড়াইয়ে মৃত 19

By

Published : Dec 2, 2019, 8:36 AM IST

মেক্সিকো সিটি 2 নভেম্বর : এযেন রক্তের হোলি খেলা । মাদক পাচারকারীদের সঙ্গে পুলিশের গুলির লড়াই । প্রাণ হারাল 19 জন । অ্যামেরিকা সীমান্তে টেক্সাসের ইগলপাস লাগোয়া মেক্সিকো ভিলা ইউনিয়নে এই ঘটনায় আরও কয়েকজনের প্রাণ হারানোর আশঙ্কা করছে মেক্সিকান পুলিশ । মৃতদের মধ্যে রয়েছেন 4 জন পুলিশ অফিসার ও 2 জন সাধারণ মানুষ ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে অ্যামেরিকা সীমান্ত থেকে প্রায় 60 কিলোমিটার দূরে কোয়াউইলা প্রদেশের ভিলা ইউনিয়ন শহরে আচমকা হানা দেয় পাচারকারী দলটি । সশস্ত্র পাচারকারী দল ট্রাকের কনভয় নিয়ে ফিলা শহরে ঢুকে পড়ে । এই শহরে মাত্র 3 হাজার লোক বাস করেন । মাদক পাচারকারী দল প্রথমে শহরে ঢুকে সরকারি দপ্তরে হানা দেয় । পুলিশ বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে পাচারকারী দল । দু'পক্ষের মধ্যে প্রায় এক ঘণ্টা গুলির লড়াই চলে । হামলার সময় অনেকে অফিসের মধ্যে আটকে পড়েন । তাঁদের খোঁজ চলছে বলে সেখানকার গভর্নর জানিয়েছেন ।


কোয়াউইলার গভর্নর জানিয়েছেন, 14টি ট্রাক থেকে অস্ত্র উদ্ধার হয়েছে । পাচারকারীরা অনেকদিন ধরেই কোয়াউইলায় প্রবেশ করার চেষ্টা করছিল । এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অ্যামেরিকার প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । মেক্সিকো সরকারকে মাদক পাচারকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে বলেছেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details