গান্ধিনগর, 29 জানুয়ারি :দেশ থেকে কি মানুষ পাচারের চক্র চলছে ? আমেরিকা-কানাডা সীমান্তে গুজরাট নিবাসী পরিবারের মৃত্যুতে এই প্রশ্ন সামনে এসেছে । গুজরাট পুলিশ এই চক্রে জড়িত এজেন্টদের সন্ধানে নেমেছে । 19 জানুয়ারি আমেরিকা-কানাডার সীমান্তবর্তী মানিটোবা নামক জায়গায় অত্যধিক ঠান্ডায় মৃত্যু হয়েছে ৪ জনের । এরা সবাই গুজরাটের কলোলে ধিনগুঞ্ছা গ্রামের বাসিন্দা (Gujarati family death in Manitoba on the US-Canada border) ।
মৃতরা হলেন জগদীশ বলদেবভাই প্যাটেল (39), তাঁর স্ত্রী বৈশালীবেন জগদীশকুমার প্যাটেল (37) এবং তাঁদের দুই সন্তান, 11 বছরের কন্যা ভিহাঙ্গি, 3 বছরের ছেলে ধার্মিক । -35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটানা 10 কিলোমিটারেরও বেশি রাস্তা হেঁটেছিলেন সবাই । তাঁরা আমেরিকায় ঢোকবার চেষ্টা করছিলেন ।
এই ঘটনায় আমেরিকার কর্তৃপক্ষ সে দেশেরই এক নাগরিকের বিরুদ্ধে মানুষ পাচারের অভিযোগ তুলেছে । সূত্র অনুযায়ী, 18 জনের একটি দল যাচ্ছিল । সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এই পরিবারটি । মনে করা হচ্ছে, তাঁরা তুষারঝড়ের মধ্যে পড়ে গিয়েছিল । এতেই মৃত্যু হয়েছে তাঁদের । মৃতদের মধ্য়ে একজনের ব্যাগে শিশুর প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায় । পরিবারটি স্থানীয় কোনও এজেন্টের সাহায্য নিয়েছিল কি না, তা জানার চেষ্টা চালাচ্ছে গুজরাটের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (Gujarat Criminal Investigation Department) ।
আরও পড়ুন : Human Trafficking : মানব পাচারচক্রের জাল থেকে উদ্ধার 4 নাবালিকা সহ 6, গ্রেফতার 1