সান ফ্রানসিস্কো , 4 ডিসেম্বর : সুন্দর পিচাই গুগলের শাখা সংস্থা 'অ্যালফাবেট'- এর CEO (মুখ্য নির্বাহী আধিকারিক) হিসেবে দায়িত্ব নিলেন৷ গুগলের CEO পিচাইকে গতকাল এই নতুন দায়িত্ব দেওয়া হয় । কোম্পানির তরফে বিষয়টি ঘোষণা করা হয়েছে ৷ এর আগে 'অ্যালফাবেট'- এর দায়িত্বে ছিলেন গুগলের অন্যতম প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ৷
অ্যালফাবেট সংস্থায় মূলত চালকহীন যান ও জীব বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে গবেষণামূলক কাজকর্ম হয় । 2015 সালে এই সংস্থার প্রতিষ্ঠা হয় ৷ সংস্থার তরফে জানানো হয়েছে, পিচাইকে দায়িত্ব দেওয়া হলেও গুগলের যৌথ প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সার্জে ব্রিন 'অ্যালফাবেট'-এর সঙ্গে ভবিষ্যতেও যু্ক্ত থাকবেন ৷ তবে তাঁরা মূলত কম্পানির পরিচালন বোর্ডের সদস্য হিসেবে কাজ চালিয়ে যাবেন ।