পশ্চিমবঙ্গ

west bengal

গুগলের পর এবার অ্যালফাবেট-এর দায়িত্বে পিচাই

By

Published : Dec 4, 2019, 8:58 AM IST

গুগলের শাখা সংস্থা 'অ্যালফাবেট'- এর CEO (মুখ্য নির্বাহী আধিকারিক) হিসেবে নিযুক্ত হলেন সুন্দর পিচাই ৷

sundar pichai
sundar pichai

সান ফ্রানসিস্কো , 4 ডিসেম্বর : সুন্দর পিচাই গুগলের শাখা সংস্থা 'অ্যালফাবেট'- এর CEO (মুখ্য নির্বাহী আধিকারিক) হিসেবে দায়িত্ব নিলেন৷ গুগলের CEO পিচাইকে গতকাল এই নতুন দায়িত্ব দেওয়া হয় । কোম্পানির তরফে বিষয়টি ঘোষণা করা হয়েছে ৷ এর আগে 'অ্যালফাবেট'- এর দায়িত্বে ছিলেন গুগলের অন্যতম প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ৷

অ্যালফাবেট সংস্থায় মূলত চালকহীন যান ও জীব বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে গবেষণামূলক কাজকর্ম হয় । 2015 সালে এই সংস্থার প্রতিষ্ঠা হয় ৷ সংস্থার তরফে জানানো হয়েছে, পিচাইকে দায়িত্ব দেওয়া হলেও গুগলের যৌথ প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সার্জে ব্রিন 'অ্যালফাবেট'-এর সঙ্গে ভবিষ্যতেও যু্ক্ত থাকবেন ৷ তবে তাঁরা মূলত কম্পানির পরিচালন বোর্ডের সদস্য হিসেবে কাজ চালিয়ে যাবেন ।

পিচাইকে দায়িত্ব দেওয়ার পর পেজ ও ব্রিন কর্মীদের উদ্দেশে একটি চিঠি লিখেছেন ৷ চিঠিতে তাঁরা লেখেন , "উপযুক্ত ব্যক্তির হাতেই কম্পানির দায়িত্ব দেওয়া সঠিক বলে মনে হয়েছে ৷ আমাদের গ্রাহক, সহযোগী ও কর্মীদের মধ্যে প্রযুক্তি সম্পর্কে আগ্রহ তৈরি করেছেন সুন্দর পিচাই ৷ ভবিষ্যতে গুগল ও অ্যালফাবেট সংস্থা পরিচালনার জন্য তিনিই উপযুক্ত ৷ "

খড়গপুর IIT থেকে মেটালার্জিকাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন সুন্দর পিচাই ৷ পরবর্তীতে অ্যামেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে তিনি মেটিরিয়াল সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং পড়েন ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details