পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

কোরোনার ওষুধ তৈরিতে আশার আলো শিকাগোতে - COVID-19

ল্যাব টেস্টে দেখা গেছে COVID-19 এর উপর রেমডিসিভির ওষুধ কাজ করছে ৷ শ্বাসকষ্টের সমস্যা ও জ্বরের উপর এই ওষুধ কার্যকরী হয়েছে ৷ যদিও গোটা বিশ্ব অপেক্ষায় আছে গেইলেডের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য ও F&D -র ছাড়ের উপর ৷ তবে যদি এই ওষুধ নিরাপদ ও কার্যকরী হয় তাহলে এটই কোরোনার বিরুদ্ধে প্রথম ওষুধ হতে চলেছে ৷

image
কোরোনার ওষুধ

By

Published : Apr 17, 2020, 1:25 PM IST

শিকাগো, 17 এপ্রিল: বিশ্বজোড়া আতঙ্কের নাম কোরোনা ভাইরাস ৷ প্রাণ গিয়েছে লক্ষাধিক মানুষের ৷ আক্রান্তের সংখ্যা 21 লাখ ছাড়িয়েছে ৷ কিন্তু এখনও পর্যন্ত কোনও প্রতিষেধক আবিষ্কার হয়নি ৷ তবে এবার আশার বাণী শোনা গেল ৷ একটি অ্যামেরিকান কোম্পানির ওষুধের ট্রায়ালে সুস্থ হলেন কয়েকজন ৷

অ্যামেরিকান ওষুধ প্রস্তুতকারী সংস্থা গেইলেড সায়েন্সস ৷ তাদের তৈরি ওষুধ রেমডিসিভির ৷ এই ওষুধেই বাজি মাত করতে চাইছে তাঁরা ৷ ল্যাব টেস্টে দেখা গেছে COVID-19 এর উপর এই ওষুধ কাজ করছে ৷ শ্বাসকষ্টের সমস্যা ও জ্বরের উপর এই ওষুধ কার্যকরী হয়েছে ৷ যদিও গোটা বিশ্ব অপেক্ষায় আছে গেইলেডের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য ও F&D -র ছাড়ের উপর ৷ তবে যদি এই ওষুধ নিরাপদ ও কার্যকরী হয় তাহলে এটি কোরোনার বিরুদ্ধে প্রথম ওষুধ হতে চলেছে ৷

দা ইউনিভার্সিটি অফ শিকাগো মেডিসিনে কোরোনা আক্রান্ত 125 জনের উপর গেইলেডের তৃতীয় পর্যায়ের পরীক্ষা করা হয়েছে ৷ এই 125 জনের মধ্যে 113 জনের অবস্থা ছিল অত্যন্ত গুরুত্বর ৷ এই সব রোগীকে প্রত্যহ রেমডিসিভির ডোজ দেওয়া হয় ৷

গেইলেডে তৃতীয় পর্যায়ের এই পরীক্ষার তত্ত্বাবধানে ছিলেন শিকাগো বিশ্ববিদ্যালয়ের সংক্রমিত রোগ বিশেষজ্ঞ ক্যাথলিন মুলানে ৷ তিনি জানান, ‘‘ সবথেকে ভালো খবর প্রায় সব রোগীকেই ছেড়ে দেওয়া হয়েছে ৷ সবাই সুস্থ ৷ শুধুমাত্র দু’জন মারা গেছেন ৷’’ পরীক্ষার ফল নিয়ে শিকাগো বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের সঙ্গে ভিডিয়ো বার্তায় আলোচনার সময় একথা বলেন তিনি ৷

যদিও এটা শুধুমাত্র ঝলক ৷ একই পরীক্ষা বিভিন্ন পরীক্ষাগারে করা হচ্ছে ৷ এবং এখনই এর সমস্ত ফলাফল বলা সম্ভব নয় ৷ একটি বিবৃতিতে গেইলডের পক্ষ থেকে বলা হয়, ‘‘ এই সময় আমরা যেটা বলতে পারি, আমরা সমস্ত ডাটা পর্যালোচনা করে দেখছি ৷’’

ABOUT THE AUTHOR

...view details