পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Ghana on Covishield : ভারতের কোভিশিল্ড ব্রাত্য ইউরোপে, রাষ্ট্রসংঘে কড়া সমালোচনা ঘানার প্রেসিডেন্টের - অ্যাস্ট্রাজেনেকা

ভারতে কোভিশিল্ড নিয়ে দেশের বাইরে যেতে গেলেও সমস্যার মুখোমুখি হতে হচ্ছে ভারতীয়দের ৷ ইউরোপের বিভিন্ন দেশে তো বটেই, এমনকি ব্রিটেনও এই ভ্যাকসিনের সার্টিফিকেট নিয়ে প্রশ্ন তুলেছে ৷ রাষ্ট্রসংঘে ইউরোপের এই নীতির তীব্র নিন্দা করলেন ঘানার প্রেসিডেন্ট ৷

রাষ্ট্রসংঘে ঘানার প্রেসিডেন্ট
রাষ্ট্রসংঘে ঘানার প্রেসিডেন্ট

By

Published : Sep 23, 2021, 12:04 PM IST

রাষ্ট্রসংঘ, 23 সেপ্টেম্বর : ভারতে নির্মিত কোভিশিল্ডকে (Covishield) স্বীকৃতি না দেওয়া নিয়ে সরব হলেন ঘানার প্রেসিডেন্ট (Ghana President) নানা আড্ডো ডাংকা আকুফো-আড্ডো (Nana Addo Dankwa Akufo-Addo) ৷ ইউরোপের বেশ কিছু দেশের এই মতামতকে ‘পশ্চাদগমন’ (retrogressive) বলে আখ্যা দিয়ে এর কড়া সমালোচনা করেন তিনি ৷ বুধবার রাষ্ট্রসংঘের জেনারেল অ্যাসেম্বলির (UNGA) বৈঠকে ইউরোপের দেশগুলির নাম না-করে তিনি জানান, তাদের এই সিদ্ধান্ত অভিবাসী-বিরোধী পন্থা (anti-immigration device) ৷

অ্যাস্ট্রাজেনেকাকে (AstraZeneca) স্বীকৃতি দিলেও জার্মানি, ইতালির মতো বেশ কিছু দেশ ভারতে প্রস্তুত কোভিশিল্ডের (Covishield) গ্রহণযোগ্যতা স্বীকার করেনি ৷ এমনকি ভারতে কোভিশিল্ডের দু'টি ডোজ নিয়ে কোনও ব্যক্তি ব্রিটেনে গেলেও তাঁকে 10 দিনের কোয়ারান্টিনে থাকা বাধ্যতামূলক করেছে জনসন সরকার ৷

এদিন রাষ্ট্রসংঘে ঘানার প্রেসিডেন্ট বলেন, "ভ্যাকসিনকে অভিবাসী নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে ব্যবহার করার অর্থ সত্যি পিছন দিকে হাঁটা ৷ দুর্ভাগ্যবশত সম্প্রতি ইউরোপের বেশ কিছু দেশে এমন ধরনের নীতি নেওয়া হয়েছে, যার ফলে অ্যাস্ট্রাজেনেকার (AstraZeneca) ভারতে তৈরি ভ্যাকসিন কোভিশিল্ড সেই দেশগুলিতে স্বীকৃতি পায়নি ৷"

আরও পড়ুন : WHO on fake Covishield : ভারত ও আফ্রিকায় ভুয়ো কোভিশিল্ড ভ্যাকসিন ! সতর্কবার্তা হু-র

তিনি জানান কোভিশিল্ড (Covishield) উৎপাদনকারী সংস্থা সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (Serum Institute of India) ৷ এই ভ্যাকসিন কোভ্যাক্স-এর (COVAX) মাধ্যমে ভারত থেকে আফ্রিকার বিভিন্ন দেশে পাঠানো হয়েছে ৷ এই প্রকল্পটি রূপায়নে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organisation, WHO) এবং ইউনিসেফ (UNICEF) সাহায্য করেছে ৷ অথচ এই ভ্যাকসিন এখনও গ্রহণযোগ্যতা পায়নি, এটা এক ধরনের ‘সংকীর্ণতা’ (intriguing) ৷ ভারতের বিদেশ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, ভারত ঘানাকে 50 হাজার ডোজ ভ্যাকসিন দান করেছে ৷ কোভ্যাক্স প্রকল্পের মাধ্যমে পাঠিয়েছে 6 লক্ষ ডোজ আর বাণিজ্যিক ভাবে 2 হাজার ডোজ দেওয়া হয়েছে ঘানাকে ৷

ঘানার প্রেসিডেন্ট আরও বলেন, "ঘানা রোম ডিক্লারেশন অফ গ্লোবাল হেলথ-এ (Rome Declaration of Global Health) ভ্যাকসিন তৈরির লাইসেন্সে ছাড়পত্র দেওয়া এবং প্রযুক্তি দেওয়ার পক্ষে ৷ আফ্রিকান ইউনিয়ন (African Union) এ বিষয়ে হু আর ডব্লিউটিও-র সঙ্গে কাজ করছে ৷ বিশ্বের অন্য অংশীদারি সংস্থাগুলিও রয়েছে, যাতে আরও বেশি ভ্যাকসিন তৈরি করা যায় ৷" প্রসঙ্গত জি-20-র রোম ডিক্লারেশনে (Rome Declaration) যে কোনও দেশ যেন ভ্যাকসিন তৈরির লাইসেন্স পায়, এই প্রস্তাব পেশ করেছিল ঘানার প্রেসিডেন্ট ৷ ভারতও এই ডিক্লারেশনের সদস্য ছিল ৷

ABOUT THE AUTHOR

...view details