পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

যে গ্রামে 12 বছর বয়সে মেয়ে হয়ে যায় ছেলে ! - ডমিনিক প্রজাতন্ত্রের সালিনাস গ্রাম

সালিনাসের ছেলেদের দু'টি বিশেষ নামও রয়েছে ৷ নাম দুটি হল "গুয়েভেডোসেস" ও "মাচিহেমব্রাস" ৷ যার অর্থ হল "বারো বছরের লিঙ্গ" ও "প্রথমে নারী, পরে পুরুষ" ৷

genetic-disorder-of-salinas-village-a-of-dominican-republic
genetic-disorder-of-salinas-village-a-of-dominican-republic

By

Published : Oct 28, 2020, 7:01 AM IST

মেয়ে ছেলে হয়ে যাচ্ছে ! সিনেমায় বা রূপকথার গল্পে নয়, বাস্তবে ৷ এই যেমন, বারো বছর বয়স অবধি ফেলোশিয়া ছিল মেয়ে, এখন সে দিব্য ছেলে ! নামও বদলে হয়েছে জনি ৷ যেহেতু লিঙ্গের পরিবর্তন ঘটে গিয়েছে ৷ না, কেবল ফেলোশিয়াই জনি হয়নি, বছর বারো বয়সে লিঙ্গ রূপান্তরের এমন ঘটনা ঘটেছে একই গ্রামের অনেকের ৷

আশ্চর্য গ্রামটি হল ডমিনিক প্রজাতন্ত্রের সালিনাস ৷ ডাক্তাররা অবশ্য বলছেন, আশ্চর্য না, বায়োলজিক্যাল পরিবর্তনের এই ঘটনা স্বাভাবিক ৷ কিন্তু, কেমন স্বাভাবিক ?

লাখে ঘটে একটা ৷ সালিনাসে কিন্তু ঘরে ঘরে এমন ঘটনা ঘটে চলেছে, দিনের পর দিন ৷ ফলে সেখানে বিষয়টা একপ্রকার স্বাভাবিক হয়ে উঠেছে ! কর্নেল বিশ্ববিদ্যালয়ের এনডক্রিনলজিস্ট ড. জুলিয়ান ইমপারেতোই প্রথম সালিনাসের "স্বাভাবিক ঘটনা" জানতে পারেন ও প্রকাশ্যে আনেন ৷ তবে একটি গবেষণা থেকে জানা যায়, পাপুয়া নিউগিনির সাম্বিয়ান গ্রামেও একই কাণ্ড দেখা গিয়েছে ৷ তবে সালিনাসে বিষয়টা এত বেশি সাধারণ যে সেখানকার রূপান্তরিত ছেলেদের দু'টি বিশেষ নামও রয়েছে ৷ নাম দুটি হল "গুয়েভেডোসেস" ও "মাচিহেমব্রাস" ৷ যার অর্থ হল "বারো বছরের লিঙ্গ" ও "প্রথমে নারী, পরে পুরুষ" ৷ কিন্তু এমন ঘটনা বার বার কী করে ঘটে ?

ড. জুলিয়ান ইমপারেতো মতে, মানব শরীরে একটি এনজাইমের অভাব হলেই জেনেটিক পরিবর্তন দেখা দেয় ৷ মাতৃগর্ভে এই এনজাইমই ঠিক করে, কে ছেলে হবে আর কে মেয়ে হবে ৷ অন্যদিকে গর্ভাবস্থায় ছেলে হোক বা মেয়ে উভয়ের জন্য থাকে "গোনাডস" নামের একটি কমন হরমোন ৷ এটিই দুই পায়ের ফাঁকে মাংসপিণ্ড সৃষ্টির সৃষ্টিকর্তা ৷ ড. ইমপারেতোর কথায়, যেটা বারো বছর আগে ঘটার কথা ছিল তা নির্দিষ্ট এনজাইমের অভাবে বারো বছর পরে ঘটছে ৷ কণ্ঠ ভারী হচ্ছে, লিঙ্গের রূপ বদলাচ্ছে ৷ ড. ইমপারেতোর এই উত্তরের পরেও এক প্রশ্ন থেকেই যায় ৷ প্রশ্ন হল, এনজাইমের গোলমালে কেবল মেয়ে থেকে ছেলেই কেন, ছেলে থেকে মেয়ে নয় কেন ?

এর জবাব রহস্যে ডুবে, খোঁজাখুঁজি চলছে, মেলেনি এখনও ৷ কিন্তু এরই মধ্যে ডমিনিক প্রজাতন্ত্রের আশ্চর্য গ্রাম সালিনাসের 90টি মেয়ে ছেলে হয়ে গেছে !

ABOUT THE AUTHOR

...view details