নিউইয়র্ক, 9 মার্চ: সম্পূর্ণরূপে টিকাপ্রাপ্ত আমেরিকানরা অন্যান্য টিকা নেওয়া মানুষদের সঙ্গে ঘরের মধ্যে মাস্ক ছাড়া জমায়েত করতে পারবেন ৷ মানতে হবে না সামাজিক দূরত্ব বিধিও ৷ আমেরিকার স্বাস্থ্য আধিকারিকরা নয়া নির্দেশিকায় এ কথা জানিয়েছেন ৷ একইরকম ভাবে টিকা নেওয়া ব্যক্তিরা ভাইরাস সংক্রমণের কম ঝুঁকি রয়েছে এমন মানুষদের সঙ্গে একইভাবে মাস্ক ও সামাজিক দূরত্ব ছাড়া জমায়েত করতে পারবেন ৷ যেমন ধরা যাক, টিকা নেওয়ার পর নাতি-নাতনিদের সঙ্গে দেখা করলেন দাদু দিদা ৷
সোমবার সেন্টার্স ফর ডিজ়িজ় কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সোমবার এ কথা ঘোষণা করেছে ৷ মানুষকে আরও বেশি টিকা গ্রহণের উত্সাহ জোগাতে এবং পরিবারের সঙ্গে দেখা করার ও স্বাধীনভাবে চলাফেরার চাহিদা মেটাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সিডিসি-র অধিকর্তা ড. রচেল ওয়ালেনস্কি বলেছেন, "প্রতিদিন যত বেশি সংখ্যক মানুষকে টিকা দেওয়া যাবে, ততই ভাইরাসকে দূরে সরানো সম্ভব হবে ৷"
সোমবার একটি সাংবাদিক সম্মেলন করেন তিনি ৷ সেখানে বলেন, স্বাভাবিক জীবন ফিরিয়ে আনার প্রথম পদক্ষেপ হল এই সিদ্ধান্ত ৷ সংক্রমণ ও মৃত্যু একবার কমতে শুরু করলে এবং টিকাকরণের সংখ্যা বাড়লে একে একে আরও অনেক কাজকর্ম শুরু করে দেওয়া হবে ৷ রচেল ওয়ালেনস্কির কথায়, "আমি আশা করি এই নয়া নির্দেশিকা প্রত্যেকের টিকাকরণের উত্সাহকে আরও বাড়িয়ে দেবে ৷"